GK প্রশ্ন: কলকাতা-দিল্লি ছাড়াও একটি রাজধানী ছিল, জানেন ভারতের তৃতীয় রাজধানীর নাম?

আপনি কি জানেন ভারতের তৃতীয় রাজধানীর নাম?

General Knowledge Quiz: আমরা সবাই জানি যে আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন। এবার এক নজরে দেখে নিন…

১) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি কি দিয়ে তৈরি?
ক) লোহা ও নিকেল
খ) নিকেল ও তামা
গ) তামা ও দস্তা
ঘ) লোহা ও জিঙ্ক
উত্তর: ক) লোহা ও নিকেল (Iron and Nickel)
— পৃথিবীর সবচেয়ে ভিতরের স্তরটি কেন্দ্র নামে পরিচিত। এতে নিকেল এবং লোহার উচ্চ সমাবেশ রয়েছে। অভ্যন্তরীণ কোর পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের নীচে ৫১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

২) প্রশ্ন: বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্যে কোন নদী প্রবাহিত হয়েছে?
ক) সিন্ধু নদী
খ) কোসি
গ) গোদাবরী
ঘ) নর্মদা
উত্তর: ঘ) নর্মদা (Narmada)
— সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালার মধ্যবর্তী নিম্নভূমি দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে।

৩) প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে লেখা ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) মহাভারত
খ) মুন্ডক উপনিষদ
গ) মৎস পুরাণ
ঘ) গরুড় পুরাণ
উত্তর: খ) মুন্ডক উপনিষদ (Mundaka Upanishad)
— সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এই সংস্কৃত শব্দটির অর্থ ‘সত্যের জয় অবশ্যম্ভাবী।’ সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদের একটি মন্ত্র।

৪) প্রশ্ন: কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল?
ক) ১৯০৫ সাল
খ) ১৯১০ সাল
গ) ১৯১১ সাল
ঘ) ১৯১৯ সাল
উত্তর: গ) ১৯১১ সাল
— ১৭৭২ থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ আমলে কলকাতা (Calcutta) ভারতের রাজধানী ছিল। এরপর রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল।

৫) প্রশ্ন: কলকাতা-দিল্লি ছাড়াও একটি রাজধানী রয়েছে, জানেন ভারতের তৃতীয় রাজধানীর নাম?
ক) আগ্রা
খ) এলাহাবাদ
গ) মুম্বাই
ঘ) চেন্নাই
উত্তর: খ) এলাহাবাদ (Allahabad)
— ১৮৫৭ সালের বিদ্রোহ দমনের পর, ১লা নভেম্বর ১৮৫৮সালে এলাহাবাদকে (বর্তমানে প্রয়াগরাজ) একদিনের জন্য রাজধানী করা হয়েছিল। কারণ ওই সময় মিরাট, আগ্রা এবং দিল্লি জ্বলছিল, এলাহাবাদকে তাই রাজধানী ঘোষণা করে ব্রিটিশরা।