২০০৭ সাল থেকে যে ৬ জন ক্রিকেটার সমস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন

২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৬ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ একমাত্র দল হিসেবে দুবার জয়লাভ করে। এছাড়াও পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলংকা একবার করে শিরোপা জিতেছে।

তবে আজকের আলোচ্য বিষয় অনুযায়ী, ২০২১ সাল অর্থাৎ সপ্তম সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন বেশ কিছু খেলোয়াড় যারা ২০০৭ থেকে সমস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এবার তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

১) রোহিত শর্মা:

Rohit Sharma Helps India Beat Australia by 8 Wickets in ICC T20 World Cup 2021 Warm up Match

রোহিত শর্মা একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি সমস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ২০২১ সালে ‘হিটম্যান’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী। ২০০৭ সাল থেকে এই পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৯.৫৮ ব্যাটিং গড় নিয়ে ৬৭৩ রান করেছেন। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ বলে ৭৯* রানের ইনিংসটি তার সর্বোচ্চ স্কোর।

২) সাকিব আল হাসান:

Bangladesh all-rounder Shakib Al Hasan set to return to action as one-year ban nears

বর্তমানের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান তার দুরন্ত পারফরম্যান্সে বাংলাদেশকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে পৌঁছাতে সাহায্য করেছে। পরিসংখ্যানের কথা বললে, তিনি ২৮টি ম্যাচে ৬৮৫ রান করেছেন এবং বল হাতে ৩৯টি উইকেট নিয়েছেন।

৩) ডোয়েন ব্র্যাভো:

West Indies all-rounder Dwayne Bravo plays his final T20I match 'in the Caribbean' | Cricket - Hindustan Times

ডোয়েন ব্র্যাভো প্রথম বোলার জিনিস টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ৫০০টি উইকেট নিয়ে রেকর্ড করেছেন। ব্যাটসম্যান হিসেবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫০৮ রান করেছেন। এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো কিছু করার আশায় রয়েছেন।

৪) মাহমুদুল্লাহ:

Mahmudullah tests positive for Covid-19, will miss Pakistan Super League | Sports News,The Indian Express

৩৫ বছর বয়সি মাহমুদুল্লাহকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বভার দেওয়া হয়েছে। তিনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফস্পিনার। তবে এখনও পর্যন্ত এই বড় টুর্ণামেন্টে তার একটিও হাফসেঞ্চুরি নেই। তিনি ২২টি ম্যাচে ১৯৪ রান করেছেন ও বল হাতে ৮টি উইকেট নিয়েছেন।

৫) মুশফিকুর রহিম:

Asia Cup 2018: Innings vs Pakistan will be in my top five, says Mushfiqur Rahim - Sports News

উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও তার সতীর্থ মাহমুদুল্লাহর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি। এখনো পর্যন্ত তিনি ২৮টি ম্যাচে ৩০৮ রান করেছেন।

৬) ক্রিস গেইল:

Six of Chris Gayle's best T20 knocks | cricket.com.au

ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এর পাশাপাশি ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়াও দ্রুততম সেঞ্চুরি সর্বাধিক ছক্কা সবই তার নামে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭টি সংস্করণে মোট ২৯টি ম্যাচে তিনি ৯৩৩ রান করেছেন। মাহেলা জয়াবর্ধনের (১০১৬ রান) পর তিনি এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান।