ক্যুইজ : বলুন তো ‘রেলস্টেশন’–র বাংলা কী? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ

জানেন বাংলায় ‘রেলস্টেশন’কে কী বলা হয়?

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। লিখিত হোক বা ইন্টারভিউ যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি এই ইন্টারভিউয়ারদের প্রশ্নের জবাব দিয়ে সফল হতে চান তাহলে অজানা প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ শিকাগো ধর্মীয় সম্মেলন সংঘটিত হয়েছিল কোন সালে?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন।

২) প্রশ্নঃ বলুন তো বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
উত্তরঃ বৈকাল হ্রদটি রাশিয়ার পূর্ব সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ অংশে অবস্থিত। এটি পৃথিবীর গভীরতম হ্রদও।

৩) প্রশ্নঃ ‘সোণাই-রূপাই’ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ‘সোণাই-রূপাই’ অসমে অবস্থিত একটি বন্যপ্ৰাণী অভয়ারণ্য।

৪) প্রশ্নঃ জাতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে?
উত্তরঃ ১৫৪ (১) ধারা।

৫) প্রশ্নঃ কোন ভাইসরয়ের আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? 
উত্তরঃ লর্ড রিডিং এর আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল (১৯২১ সাল)।

Image

৬) প্রশ্নঃ কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘাযতীন এর মধ্যে যুদ্ধ ঘটে?
উত্তরঃ ১৯১৫ সালে।

৭) প্রশ্নঃ সর্বপ্রথম জনগণমন গানটি কোথায় গাওয়া হয়েছিল?
উত্তরঃ কলকাতার অধিবেশনে ১৯১১ সালে।

৮) প্রশ্নঃ কোন বিপ্লবী ‘আমরা মরবো জগৎ জাগবে’ বলে স্লোগান দিয়েছিলেন?
উত্তরঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

৯) প্রশ্নঃ কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ?
উত্তরঃ কেরালা রাজ্য।

Image

১০) প্রশ্নঃ বলুন তো ‘রেলস্টেশন’–র বাংলা কী?
উত্তরঃ রেলওয়ে স্টেশনকে বাংলায় বলা হয় ‘লৌহ পথ গামিনী বিরাম বিন্দু’ বা ‘লৌহ পথ গামিনী বিশ্রাম স্থান’। তবে সাধারণত মানুষেরা রেলস্টেশন বলতেই বেশি স্বছন্দ বোধ করেন।