ক্যুইজ : জানেন পশ্চিমবঙ্গের কোন জেলার মানুষ ১০০ জনের মধ্যে ৪০ জন অশিক্ষিত?

পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বনিম্ন?

General Knowledge Quiz : ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাঠ শেষ করার পর বড় পদে চাকরি করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। এই সময় তারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে আবার কেউ কেউ খাতায় নোট করে রাখে। এরপর যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতে তারা সহজেই ক্লিয়ার করতে সক্ষম হন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় আর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়।

২) প্রশ্নঃ মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ উইলিয়াম হার্ভে (William Harvey)।

৩) প্রশ্নঃ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?
উত্তরঃ ৬১ তম সংবিধান সংশোধন।

৪) প্রশ্নঃ মনিকরন ভূ-তাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশে।

৫) প্রশ্নঃ কোন স্বাধীনতা সংগ্রামী টানা ৬৩ দিন অনশনের পর শহীদ হন?
উত্তরঃ বাঙালি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাস (Jatindranath Das)।

৬) প্রশ্নঃ হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?
উত্তরঃ হিমাদ্রি।

৭) প্রশ্নঃ পৃথ্বীরাজ চৌহানের (Prithviraj Chauhan) সভাকবি কে ছিলেন?
উত্তরঃ চাঁদ বরদই ছিলেন শেষ হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের সভাকবি।

৮) প্রশ্নঃ কোন মোগল শাসকের পুত্র ভগবত গীতা (Bhagavad Gita) পার্সিতে অনুবাদ করেছিলেন?
উত্তরঃ শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহ ভগবত গীতা সংস্কৃত থেকে পার্সিতে অনুবাদ করেছিলেন।

৯) প্রশ্নঃ কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Bose) বলেছিলেন, “তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব“?
উত্তরঃ ১৯৪৪ সালে।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলার মানুষ ১০০ জনের মধ্যে ৪০ জন অশিক্ষি?
উত্তরঃ আসলে, ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলায় (৬০.১৩%)।