ইন্টারভিউ প্রশ্ন: কী এমন জিনিস যার আছে সে হাত নাড়িয়ে করে আর যার নেই সে আঙুল ঢুকিয়ে করে?

Interview Questions: প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে বড় পদে চাকরি করা, এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন তাদের ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমনি কিছু প্রশ্নের উত্তরসহ দেখে নেওয়া যাক….

১) প্রশ্ন: মানুষের মৃত্যুর কতক্ষণ পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়?
উত্তর: মৃত্যুর ১০ মিনিট পর মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।

২) প্রশ্ন: কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট?
উত্তর: জাপান।

৩) প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন বর্ণটি?
উত্তর: ‘‘E’ (আর কম ‘Q’)

৪) প্রশ্ন: মানব শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উত্তর: কর্ণের অস্থি।

৫) প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তর: হোমা পাখী। 

৬) প্রশ্ন: কী আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই, কিন্তু ধরতে পারিনা?
উত্তর: ছায়া।

৭) প্রশ্ন: জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: এডিস মশা।

৮) প্রশ্ন: কোন পাখি তার মাকে কখনো দেখতে পাই না?
উত্তর: কোকিল। কারণ সে অন্যের বাসায় ডিম পেড়ে উড়ে যায়।

৯) প্রশ্ন: আপনি কোন জিনিসকে হাত না লাগিয়েও আটকে রাখতে পারবেন?
উত্তর: নিঃশ্বাস প্রশ্বাস।

১০) প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর: বুধ।

১১) প্রশ্ন: বরফ গলে জল হয়, এমন কী জিনিস গরম করলে জমাট বেঁধে শক্ত হয়ে যায়?
উত্তর: ডিম সেদ্ধ করলে।  

১২) প্রশ্ন: কোন ধাতুটি সর্বাপেক্ষা হালকা?
উত্তর: লিথিয়াম।

১৩) প্রশ্ন: ভারতবর্ষের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তর: পরমবীরচক্র।

Image

১৪) প্রশ্ন: সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়েছিল?
উত্তর: ২০০০ সালে।

১৫) প্রশ্ন: কী এমন জিনিস যার আছে সে হাত নাড়িয়ে করে আর যার নেই সে আঙুল ঢুকিয়ে করে?
উত্তর: টুথব্রাশ (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।