বাংলায় তো থাকেন, পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কী জানেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

জানেন পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কী?

National Games: প্রত্যেক দেশের যেমন জাতীয় পশু, পাখি, ফল, ফুল থাকে, ঠিক তেমনই প্রতিটি রাজ্যেরও জাতীয় সবকিছুই থাকে। কিন্তু রাজ্যের জাতীয় চিহ্নগুলি অনেকের কাছেই অজানা। আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম জানেন না।

আজকের এই প্রতিবেদেনে তেমনই একটি পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস আপনাদের জানাব, যা অনেকের অজানা। আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।

Image

ভারতের জাতীয় খেলা তো হকি, কিন্তু ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। তা অনেকেই জানেন। কিন্তু বলুন তো পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কী? একটি সমীক্ষায় দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা।

পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম হল খো খো। খো খো খেলা প্রাচীন ভারত থেকে শুরু করে। ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী আউটডোর খেলাগুলির মধ্যে অন্যতম হল খো খো খেলা। দুটি দলের মধ্যেই এই খেলাটি অনুষ্ঠিত হয়। শিশু ও কিশোরদের মানসিক বিকাশে এই খেলাটি আজও সমানভাবে জনপ্রিয়।

Image

ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে কবাডির পরেই খো খো-র স্থান। তবে ভারতে উৎপত্তি হলেও দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপকভাবে খো খো খেলা হয়, এমনকি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডেও এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

অনেক ক্রীড়া ইতিহাসবিদ মনে করেন যে ‘ট্যাগ’ বা ‘ক্যাচ’ থেকেই সম্ভবত খো খো খেলার উৎপত্তি হয়েছে। সহজভাবে বলতে গেলে এই ট্যাগ বা ক্যাচ হল কোনো একজন ব্যক্তিকে তাড়া করা এবং তাঁকে ধরে ফেলার খেলা।

History of Kho-Kho in India: How Mahabharata shaped the sport

খেলার নিয়ম হলো – মাঠের মাঝখানে একটি দলের আট জন খেলোয়াড় একটি সারিতে হাঁটু গেঁড়ে বসে, অপর দলের খেলোয়াড়েরাও ঠিক একইভাবে মুখোমুখি বসে। এদের মধ্যে তিন জন দৌড়বাজ থাকে যাদের মধ্যে মাঠে দৌড়ে সবথেকে কম সময়ে বিপক্ষের সকল প্রতিযোগীকে ছুঁয়ে আসতে পারবে, তিনিই খো খো খেলায় জেতেন।