উটের বিচরণ করা ছবির ভিতরে লুকিয়ে থাকা ভুলটি খুঁজে বের করার চ্যালেঞ্জ রইল

অপটিক্যাল ইলুশন এই ধরনের ছবিগুলি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। আর এই ধরনের ছবি অনেকেই বেশ পছন্দ করেন এবং তাদের বুদ্ধি খাটিয়ে রহস্যের উন্মোচন করতে সচেষ্ট হন। যাইহোক এই জাতীয় ছবিগুলি মস্তিষ্ককে যথেষ্ট কার্যকরী করে তোলে।

এই প্রতিবেদনে তেমনি একটি আকর্ষণীয় ছবি নিয়ে এসেছি যেখানে আপনাকে মরুভূমির মধ্য দিয়ে উটের বিচরণ করা ছবির ভিতরে লুকিয়ে থাকা ভুলটি খুঁজে বের করতে হবে। আসলে এই ধরনের ছবিগুলি আপনার চোখের সামনে থাকা সত্বেও খুঁজে পাওয়া সহজ নয়। 

মরুভূমির মধ্যে লুকিয়ে থাকা ভুলটি আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে উটগুলি হেঁটে চলেছে। ছবিতে দেখা যাচ্ছে দুটি উট মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। সূর্য প্রখর আলো ও তাপ দিচ্ছে।

জানিয়ে রাখি, উট গরম ও ঠান্ডা দুই পরিবেশই মানিয়ে নিতে সক্ষম হয়। এই কারণে উটকে মরুভূমির জাহাজও বলা হয়। যাইহোক এই ছবিটি মনোযোগ সহকারে দেখে বলতে হবে কোনটি ভুল রয়েছে।

এবার আপনি যদি উত্তরটি খুঁজে না পান তাহলে চিন্তা করার প্রয়োজন নেই, সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা দুটি উটকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে দেখছি। এবার ভালো করে ভাবুন তো ছবির মধ্যে কোনটি ভুল রয়েছে? যাইহোক ছবিতে ভুলটি হচ্ছে মরুভূমিতে উটের কোনও ছায়া নেই। 

দৃষ্টি ভ্রম