ভারতের কোন ভাষাটি সোজা বা উল্টো দুইদিকে লিখলে একই অর্থ হবে?

সোজা ও উল্টো দুইদিকে লিখলে একই অর্থ হবে ভারতের কোন ভাষাটি?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার আর অপেক্ষা রাখে না। তারা নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জানার চেষ্টা করেন কেবল তারাই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বাজিমাত করতে পারেন। এমনকি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এবার দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণী ভূমিকম্প (Earthquake) আসার আগে থেকেই বুঝতে পারে?
উত্তরঃ স্থলভাগের মধ্যে কুকুর আর জলের মধ্যে মাছ ভূমিকম্প আসার আগে থেকেই বুঝতে পারে।

২) প্রশ্নঃ কোন প্রাণী প্রায় ৬০০টি রোগ নিয়ে ঘুরে বেড়ায়?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, একটি মাছির শরীরে প্রায় ৬০০টি রোগের জীবাণু রয়েছে।

৩) প্রশ্নঃ ভারতের কোন গ্রাম বর্তমানে ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়েছে?
উত্তরঃ রাজস্থানের কুলধারা (Kuldhara)।

৪) প্রশ্নঃ কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?
উত্তরঃ পোর্ট ব্লেয়ার (Port Blair)।

৫) প্রশ্নঃ ভারতের কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা বলা হয়?
উত্তরঃ মালায়ালাম ভাষাকে ভারতের শাস্ত্রীয় ভাষা (Classical Language) বলা হয়।

৬) প্রশ্নঃ কোন দেশকে জলদস্যুদের স্বর্গরাজ্য বলা হয়?
উত্তরঃ আফ্রিকার দেশ সোমালিয়াকে (Somalia)

৭) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে কোন দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ প্রতিবছর স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনটি অর্থাৎ ১২ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে কোণার্ক সূর্য মন্দির (Konark Sun Temple) অবস্থিত?
উত্তরঃ ওড়িশা রাজ্যে।

Image

৯) প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি (President)।

১০) প্রশ্নঃ কোন পাখিকে ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়?
উত্তরঃ একজোড়া লাভ বার্ডকে (Love birds)।

১১) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতের সাধারণ নির্বাচন প্রথম কোন সালে শুরু হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে।

১২) প্রশ্নঃ রাস্তা পারাপার করার ভয় পাওয়াকে কী বলা হয়?
উত্তরঃ অ্যাগ্রোফোবিয়া (Agrophobia)।

১৩) প্রশ্নঃ কোন দেশের মানুষ বিবাহ করতে পছন্দ করে না?
উত্তরঃ ডেনমার্ক (Denmark)।

১৪) প্রশ্নঃ ভারতের কোন শহরটি পিঙ্ক সিটি নামে পরিচিত?
উত্তরঃ জয়পুরকে (Jaipur) গোলাপি শহর বলা হয়।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন ভাষাটি সোজা বা উল্টো দুইদিকে লিখলে একই অর্থ হবে?
উত্তরঃ মালায়ালাম। আপনি যদি ইংরেজিতে MALAYALAM লেখেন তাহলে দেখবেন উল্টো দিক থেকে সোজা করে লেখা যাচ্ছে।