গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করেছে?

পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মধ্যে দিয়ে গঙ্গা নদী প্রবেশ করেছে?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। লিখিত অথবা ইন্টারভিউ উভয় রাউন্ডে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর উপস্থাপন করা হয়েছে যা আপনার অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ভারতের সবথেকে দীর্ঘতম ট্রেনের নাম কী?
উত্তরঃ সুপার ভাসুকি, এই ট্রেন চালাতে ৬টি ইঞ্জিনের প্রয়োজন এবং ২৯৫টি বগি রয়েছে।

২) প্রশ্নঃ কোন গ্রামের মানুষ প্লেনে চড়ে বাজার করতে যায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের ক্যামেরন এয়ারপার্ক নামের একটি গ্রামের মানুষেরা প্লেনে চড়ে বাজার করতে যায়।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা মহাকাশে কতটা সময় কাটিয়েছিলেন?
উত্তরঃ ৩১ দিন ১৪ ঘণ্টা ৫৪ মিনিট।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পুরাতন ভাষা নাম কী?
উত্তরঃ সংস্কৃত।

৫) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের ৯৫টি উপগ্রহ আছে?
উত্তরঃ বৃহস্পতি গ্রহের ৯৫টি উপগ্রহ রয়েছে।

৬) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে ঠান্ডা ফল কাকে বলা হয়?
উত্তরঃ বেলকে।

৭) প্রশ্নঃ কোন ফল একদিনের মধ্যে পেকে যায়?
উত্তরঃ টমেটো।

৮) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি কথ্যভাষা কোনটি?
উত্তরঃ হিন্দি ভাষা।

৯) প্রশ্নঃ বিমানের গতির নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ট্যাকোমিটার।

Image

১০) প্রশ্নঃ ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে?
উত্তরঃ ৫টি রাজ্য। যথা: উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ।

১১) প্রশ্নঃ বিমানবন্দর নেই এমন একটি দেশের নাম বলুন?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।

১২) প্রশ্নঃ এশিয়া মহাদেশের একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ফিলিপাইনস।

১৩) প্রশ্নঃ বলিউড অভিনেত্রী সানি লিওনের আসল নাম কী?
উত্তরঃ করণজিৎ কৌর।

১৪) প্রশ্নঃ কোন দেশে সবথেকে বেশি পরিমাণে আলু চাষ করা হয়?
উত্তরঃ রাশিয়া দেশে।

Image

১৫) প্রশ্নঃ গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করেছে?
উত্তরঃ গঙ্গা রাজমহল পাহাড়ের নিকটে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং পরে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়। এটি মুর্শিদাবাদের অন্তর্গত ধুলিয়ানের উত্তরে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, অপরটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভাগীরথী নদী ও হুগলী নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে।