পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটি জানেন? ৯৯% বাঙালির অজানা

আপনি কি জানেন পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটি?

General Knowledge Quiz : আপনি নিশ্চয়ই জানেন আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে যারা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে বা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের এই বিশেষ জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মুকুট কাকে বলা হয়?
উত্তরঃ দার্জিলিংকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না?
উত্তরঃ মাছ। কারণ মাছের কোন চোখের পাতা নেই।

৩) প্রশ্নঃ প্রতিবছর গোটা বিশ্বে মাথায় নারকেল পড়ে কতজন মানুষের মৃত্যু হয় ?
উত্তরঃ ৫০-১০০ জনের।

৪) প্রশ্নঃ কোন প্রাণীর দাঁত সবথেকে বেশী মজবুত?
উত্তরঃ শামুক।

৫) প্রশ্নঃ হকি খেলার জন্ম হয়েছিল কোন দেশে?
উত্তরঃ গ্রিস দেশে।

৬) প্রশ্নঃ কোন প্রাণী পা উপরে আর মা মাথা নিচে করে ঘুমায়?
উত্তরঃ বাদুড়।

৭) প্রশ্নঃ দেবী সরস্বতী কোন লোকে বসবাস করেন?
উত্তরঃ সত্যলোকে।

৮) প্রশ্নঃ মানুষের রক্ত কী কৃত্রিমভাবে তৈরি করা যায়?
উত্তরঃ কৃত্রিমভাবে মানুষের রক্ত তৈরি করা যায় না।

৯) প্রশ্নঃ ভারতের একমাত্র লাল চন্দন কোন রাজ্যে পাওয়া যায়?
উত্তরঃ তামিলনাড়ু রাজ্যে।

১০) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি শীত পড়ে?
উত্তরঃ রাশিয়ায়।

১১) প্রশ্নঃ কোন ফল কে অমৃত ফল বলা হয়?
উত্তরঃ আমলকীকে।

১২) প্রশ্নঃ একজন সুস্থ মানুষ কত দিন পর পর রক্তদান করতে পারে?
উত্তরঃ প্রতি ৪ মাস অন্তর।

১৩) প্রশ্নঃ ভারতে মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া।

১৪) প্রশ্নঃ পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে কতক্ষণ সময় লাগতো?
উত্তরঃ প্রায় ৮ ঘন্টা।

Image

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটি জানেন?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হল রাঢ়ী উপভাষা। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, বাঁকুড়া (পূর্ব), হুগলী, হাওরা, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় এই উপভাষার প্রচলন লক্ষ করা যায়।