কোন নদীটি ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে?

ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে কোন নদীটি

General Knowledge Quiz : যেকোনো সরকারি হোক বা বেসরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই মেধাবী ছাত্ররা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনার নলেজকে বুস্ট করবে।

১) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বড় ট্রাফিক জ্যাম কত সালে হয়েছিল?
উত্তরঃ ২০১০ সালে চীনে।

২) প্রশ্নঃ ভারতে এতগুলি ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান কত?
উত্তরঃ দ্বিতীয় স্থান।

৩) প্রশ্নঃ উটপাখি ছাড়া এমন দুটি পাখির নাম বলুন যারা উড়তে পারে না?
উত্তরঃ এমু আর পেঙ্গুইন পাখি।

৪) প্রশ্নঃ ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরুকে।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কী?
উত্তরঃ সুরেখা যাদব।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ রাজ্যে।

৭) প্রশ্নঃ মানুষ ছাড়াও আর কোন প্রাণী নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে?
উত্তরঃ শিম্পাঞ্জি।

৮) প্রশ্নঃ কোথায় হাসির মহামারী হয়েছিল?
উত্তরঃ ১৯৬২ সালে তানজানিয়া দেশে।

Image

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের তিনটি রাজধানী আছে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

১০) প্রশ্নঃ কোন দুটো প্রাণী পুরুষ হয়েও সন্তানের জন্ম দেয়?
উত্তরঃ সি হর্স এবং সি ড্রাগন।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায় কে।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য ২০০০ সালে গঠিত হয়েছিল?
উত্তরঃ ছত্রিশগড় রাজ্য ২০০০ সালে গঠিত হয়।

১৩) প্রশ্নঃ কোন দেশ একই সঙ্গে দুটি সরকার চালায়?
উত্তরঃ ইয়েমেন দেশ।

১৪) প্রশ্নঃ ভারতের সবথেকে ধনীতম মহিলার নাম কী?
উত্তরঃ সাবিত্রী জিন্দাল।

Image

১৫) প্রশ্নঃ কোন নদীটি ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে?
উত্তরঃ মহাকালী নদীটি ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে কাজ করে। এই নদীর দৈর্ঘ্য ৩৫০ কিলোমিটার। এটি সারদা নদী নামেও পরিচিত।