কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে?

পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তারিত রয়েছে?

General Knowledge Quiz : শিক্ষাক্ষেত্রে হোক বা সামাজিক মহলে যেকোনও জায়গায় সাধারণ জ্ঞানের গুরুত্ব অনেক বেশি। সঠিক তথ্য না জেনে আপনি ভুলভাল বললে অনেক সময় হাসির পাত্র হতে পারেন। এমনকি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা তথ্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

১) প্রশ্নঃ কোন সংবাদপত্র ভারতের সবথেকে বেশি বিক্রি হয়?
উত্তরঃ ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ (The Times of India) নামক সংবাদপত্র ভারতের সবথেকে বিক্রি হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণী মুখ থাকতেও নাক দিয়ে জল পান করে?
উত্তরঃ হাতি নাক দিয়ে জল পান করে।

৩) প্রশ্নঃ ভারতের কোন শহরের পুলিশ সাদা রঙের পোশাক পরে?
উত্তরঃ একমাত্র কলকাতার পুলিশ (Kolkata Police) সাদা রঙের পোশাক পরে।

৪) প্রশ্নঃ সাপের ছোবলে মৃত্যু হয় না এমন একটি প্রাণীর উদাহরণ দাও!
উত্তরঃ ঘোড়া।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন শহরে মানুষের মৃত্যু নিষিদ্ধ?
উত্তরঃ জাপানের দ্বীপ ইতসুকুশিমাতে মৃত্যু হওয়ার বা জন্ম দেওয়ার কোনও অনুমতি নেই। তাই এখানে এখনও কোনও সমাধিস্থল বা হাসপাতাল নেই।

৬) প্রশ্নঃ রাতের আকাশে কোন গ্রহকে লাল রঙের দেখায়?
উত্তরঃ মঙ্গল গ্রহকে (Mars) রাতের আকাশে লাল রঙের দেখায়।

৭) প্রশ্নঃ কোন প্রাণী একটানা তিন বছর দাঁড়িয়ে থাকতে পারে?
উত্তরঃ ঘোড়া।

৮) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন (Widow Marriage Act) কবে চালু হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বাল্মিকী ব্রাঘ্র প্রকল্প (Valmiki Bagro project) অবস্থিত?
উত্তরঃ ঝাড়খন্ড রাজ্যে।

১০) প্রশ্নঃ ভারতের সবথেকে বড় ব্যাঙ্কের নাম কী?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১১) প্রশ্নঃ ভারতের সবথেকে দামি ট্রেনের নাম কী?
উত্তরঃ মহারাজা এক্সপ্রেস (Maharaja Express)।

১২) প্রশ্নঃ কোন বিদেশী ব্যক্তি সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ খান আব্দুল গফ্ফার খান।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ থেকে কখনো দই জমানো যায় না?
উত্তরঃ উটের দুধ।

১৪) প্রশ্নঃ ভারতের উচ্চতম রেল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ভারতের উচ্চতম রেল স্টেশনটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত, যার নাম ঘুম (Ghum) রেলওয়ে স্টেশন।

Image

১৫) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর (Krishnanagar) শহরের উপর দিয়ে বিস্তৃত।