জানেন ভারতের কোন রাজ্যে সবার শেষে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়?

সবার শেষে সূর্যোদয় হয় ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : চাকরির পরীক্ষা হোক বা জ্ঞান অর্জন উভয় ক্ষেত্রে সাধারণ জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে দেশ-বিদেশের অনেক তথ্য জানা যায়। যাইহোক আজকের প্রতিবেদনে এমনি কিছু অজানা তথ্য পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে হয়তো অনেকেরই অজানা।

১) প্রশ্নঃ বলুন তো একযুগ সমান কত বছর?
উত্তরঃ ১২ বছর।

২) প্রশ্নঃ ভারতের প্রথম ক্রিকেট স্টেডিয়ামের নাম কী?
উত্তরঃ কলকাতার ইডেন গার্ডেন্স (১৮৬৪ সাল)।

৩) প্রশ্নঃ গীতার জ্ঞান প্রথম কাকে দেওয়া হয়েছিল?
উত্তরঃ প্রথমে সূর্যদেবকে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল।

৪) প্রশ্নঃ একজন মানুষ কত থেকে কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে?
উত্তরঃ ১৮ থেকে ৫৬ বছর বয়স পর্যন্ত।

৫) প্রশ্নঃ রাবণকে কে অভিশাপ দিয়েছিল যে তার সোনার লঙ্কা একটা সামান্য বাঁদর এসে ধ্বংস করে দেবে?
উত্তরঃ এই অভিশাপ দিয়েছিল শিবের একনিষ্ঠ ভক্ত নন্দী।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মসজিদ রয়েছে?
উত্তরঃ ভারতে।

৭) প্রশ্নঃ জাপানের পুরাতন নাম কী ছিল?
উত্তরঃ নিপ্পন।

৮) প্রশ্নঃ নারদকে দেবর্ষি কেন বলা হয়?
উত্তরঃ নারদ দেবতা হলেও তিনি একজন ঋষি, তাই তাকে দেবর্ষি বলা হয়।

৯) প্রশ্নঃ কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স লাগে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

১০) প্রশ্নঃ ভারতের মন্দির শহর কাকে বলা হয়?
উত্তরঃ বারাণসীকে।

Image

১১) প্রশ্নঃ বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফরমিক অ্যাসিড।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি বাঘের রাজ্য নামে পরিচিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

১৩) প্রশ্নঃ কোন ফুলকে দেখতে বাঁদরের মুখের মত?
উত্তরঃ মাঙ্কি অর্কিড।

Image

১৪) প্রশ্নঃ কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আছে?
উত্তরঃ সাইপ্রাস।

১৫) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যে সবার শেষে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়??
উত্তরঃ ভারতের গুজরাট রাজ্যে।