কুইজ : ভারতের কোন রাজ্যে সর্বাধিক বিমানবন্দর রয়েছে?

সর্বাধিক বিমানবন্দর রয়েছে ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতে সিলেবাসের বাইরেও অনেক প্রশ্ন করা হয়, এর মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন বেশি থাকে। তাই মেধাবী ছাত্ররা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জানার চেষ্টা করে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ যাত্রীবাহী বিমানের জন্য কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তরঃ বিমানে এক বিশেষ ধরনের জ্বালানী ব্যবহৃত হয়, যা jetfuel নামে পরিচিত।

২) প্রশ্নঃ কোন রংকে শান্তির প্রতীক বলে মনে করা হয়?
উত্তরঃ সাদা রং।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম মেট্রো ট্রেন কোন শহরে চালু হয়েছিল?
উত্তরঃ কলকাতা শহরে।

৪) প্রশ্নঃ বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৮ই জুন।

৫) প্রশ্নঃ ভারতে প্রথম কবে ট্রেন চলাচল শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোম্বাইয়ের বোরি বান্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে।

Image

৬) প্রশ্নঃ কোন প্রাণীটি সবচেয়ে বেশি দিন বাঁচে?
উত্তরঃ কচ্ছপ, প্রায় ৩০০ বছর।

৭) প্রশ্নঃ বছরের সবচেয়ে ছোট দিন কোন তারিখে হয়?
উত্তরঃ ২১শে ডিসেম্বর।

৮) প্রশ্নঃ হাওয়া মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।

৯) প্রশ্নঃ কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয়?
উত্তরঃ অশ্বত্থ গাছ।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়?
উত্তরঃ কর্নাটকে।

১১) প্রশ্নঃ সবচেয়ে বেশি সিল্কের শাড়ি কোথায় তৈরি হয়?
উত্তরঃ মিরাটে।

১২) প্রশ্নঃ ‘একটি কুকুরও তার নিজের গলিতে সিংহ’ — এই কথাটির অর্থ কী?
উত্তরঃ প্রত্যেকেই নিজ নিজ এলাকায় ক্ষমতাবান।

১৩) প্রশ্নঃ কোন পাখি অন্যের বাসায় ডিম পাড়ে?
উত্তরঃ কোকিল কাকের বাসায় ডিম পাড়ে।

১৪) প্রশ্নঃ কোন প্রাণী মানুষের সবচেয়ে বড় ‘শত্রু’ বলে পরিচিত?
উত্তরঃ প্রতি বছর মশার কামড়ে, সারা বিশ্বে গড়ে প্রায় ৭ লক্ষ মানুষের প্রাণ যায়।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক বিমানবন্দর রয়েছে?
উত্তরঃ গুজরাটে ৯টি বিমানবন্দর রয়েছে — আহমেদাবাদ, ভাদোদরা, রাজকোট, ভুজ, ভাবনগর, সুরাট, জামনগর, কান্ডলা এবং কেশোদের।