জানেন ভারতের কোন রাজ্যে ‘রক্তের বৃষ্টিপাত’ হয়েছিল?

রক্তের বৃষ্টিপাত হয়েছিল ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নাই। মানুষ এটি পড়তেও ভালোবাসে এবং এর মাধ্যমে দেশ-বিদেশের নানান তথ্য সম্পর্কে জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকেনা?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২) প্রশ্নঃ কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়?
উত্তরঃ ডলফিন।

৩) প্রশ্নঃ কোন দেশকে ক্রিকেটের জনক বলা হয়?
উত্তরঃ ইংল্যান্ড।

৪) প্রশ্নঃ ভারতের কোন শহর ইলেকট্রনিক সিটি নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু।

৫) প্রশ্নঃ ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরখণ্ড।

৬) প্রশ্নঃ কোন প্রাণীকে সমুদ্রে রাজা বলা হয়?
উত্তরঃ কুমিরকে।

৭) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্লাটফর্মটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশ্বের দীর্ঘতম স্টেশন প্ল্যাটফর্ম ১,৩৫৫ মিটার দীর্ঘ, যা ভারতের গোরক্ষপুর জংশনে অবস্থিত।

৮) প্রশ্নঃ কোন প্রাণীটি কোন শব্দ করতে পারেনা?
উত্তরঃ জিরাফ।

৯) প্রশ্নঃ কোন দেশে স্থূলতা বৃদ্ধি অবৈধ বলে বিবেচিত হয়
উত্তরঃ জাপান দেশে।

১০) প্রশ্নঃ মানুষের মস্তিষ্কে জলের পরিমাণ কত শতাংশ?
উত্তরঃ ৭০%।

১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে টানা ৭৬ দিন সূর্য অস্ত যায় না?
উত্তরঃ নরওয়েতে।

১২) প্রশ্নঃ একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের হৃদপিন্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয়?
উত্তরঃ ৭২ বার।

১৩) প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
উত্তরঃ ৮,৮৪৮ মিটার।

১৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে রক্তের বৃষ্টিপাত হয়েছিল? যে রহস্য আজও অমীমাংসিত!
উত্তরঃ ২০০১ সালে ২৫ শে জুলাই কেরালার দুটি জেলা, কোট্টায়াম এবং ইদুক্কিতে লাল রঙের বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টিকে ‘রক্তাক্ত বৃষ্টি’ বলে আখ্যায়িত করে স্থানীয়রা। এই নিয়ে অনেক গবেষণা হলেও সঠিক কারণ জানা যায়নি।