GK কুইজ : জানেন পশ্চিমবঙ্গের কোন সড়কটি পাকিস্তান পর্যন্ত চলে গেছে?

পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের কোন সড়কটি?

General Knowledge Quiz: আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। এসএসসি, ব্যাংকিং, রেলসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। শুধু পরীক্ষার জন্যই নয়, এগুলি আপনার জ্ঞানের পরিধিকে বাড়াতেও সাহায্য করে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে।

২) প্রশ্নঃ পারস্য দেশটির বর্তমান নাম কী?
উত্তরঃ ইরান।

৩) প্রশ্নঃ ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে সোনা উৎপাদন করে?
উত্তরঃ কর্ণাটক

৪) প্রশ্নঃ কোন গ্যাস নির্গত হওয়ার কারণে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
উত্তরঃ মিথাইল আইসোসায়ানেট।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন মহাদেশে একটিও মরুভূমি নেই?
উত্তরঃ ইউরোপ।

৬) প্রশ্নঃ কোন প্রাণী তার সারা জীবনে জল পান করে না?
উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর।

Image

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলেন কে?
উত্তরঃ ক্রিস্টিয়ান বার্নার্ড ড।

৮) প্রশ্নঃ অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক কোনটি?
উত্তরঃ বক্সাইট।

৯) প্রশ্নঃ কোন বিজ্ঞানকে মাঝে মাঝে ‘কেন্দ্রীয় বিজ্ঞান’ বলা হয়?
উত্তরঃ রসায়ন কে।

১০) প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল হ্রদ, সাইবেরিয়া।

Image

১১) প্রশ্নঃ ল্যাটিন আমেরিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ কোনটি?
উত্তরঃ আর্জেন্টিনা।

১২) প্রশ্নঃ কোন গ্রহটির চারপাশে বলয় রয়েছে?
উত্তরঃ শনি গ্রহের।

১৩) প্রশ্নঃ সাত পাহাড়ের শহর কাকে বলা হয়?
উত্তরঃ রোম কে।

১৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটির সর্বাধিক সংখ্যক দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে?
উত্তরঃ চীন (১৪টি)।

Image

১৫) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের কোন সড়কটি পাকিস্তান পর্যন্ত চলে গেছে?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড, যা পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত চলে গেছে।