বিশ্বের এই পাঁচটি দেশকে ভারতের শত্রু ও পরম বন্ধু বলে মনে করা হয়

ভারত বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি যা তার সাংস্কৃতিক ও ঐতিহ্যের জন্য পরিচিত। কিছু দেশের মানুষ ভারতকে খুব ভালোবাসেন আর তেমনই কিছু দেশ রয়েছে রাজনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক কারণে খুবই ঘৃণা করে।

👉🏻 যে পাঁচটি দেশ ভারতকে ঘৃণা করে:

৫) অস্ট্রেলিয়া: সম্প্রতি অস্ট্রেলিয়া ঘৃণা করতে শুরু করেছে। ভারতীয়দের প্রতি তাদের ঘৃণা দেখানোর প্রধান কারণ হল চাকরির প্রতিযোগিতা। ভারতীয়রা তাদের দেশের নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে, তাই এটি ঘৃণা করার একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ক্রিকেট সম্পর্কে নাইবা বললাম…!

৪) চিন: এখন রাজনৈতিক ক্ষেত্রেও চীন ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এক সময় ভারত চীনের থেকে শিল্প প্রসারে অনেক পিছিয়ে ছিল। এখন সমানভাবে পাল্লা দিয়ে শিল্প বিকাশের ক্ষেত্রে ভারত দ্রুত অগ্রসর হয়েছে। এছাড়াও বড় বড় বিদেশে কোম্পানিগুলি ভারতের দিকে ঝোঁক বাড়িয়েছে বলে সেই কারণে চিন আমাদের দেশকে ঘৃণা করে। 

৩) শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার মানুষেরা এদেশের তামিলদের খুবই ঘৃনা করে। এটা তামিলনাড়ুর সাথে তাদের একটি ব্যক্তিগত সমস্যা হলেও তারা মনে করেন শ্রীলঙ্কার উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই ক্ষুদ্র জাতি বহু তামিলদের তাদের দেশে হত্যা করেছে।

২) বাংলাদেশ: শ্রীলঙ্কার মতই বাংলাদেশও একই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে ভারত তাদের উন্নয়নে বঞ্চিত করছে। যদিও ভারত বাংলাদেশকে পুনর্মিলনে সহায়তা করেছে তবে আমাদের দেশকে তারা ঘৃণার চোখে দেখে।

১) পাকিস্তান: এই তালিকায় পাকিস্তানকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। কারণ সকলেরই জানা ভারত ও পাকিস্তানের সম্পর্ক সাপে-নেউলে মত। সীমান্তে লড়াই থেকে শুরু করে রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

👉🏻 যে পাঁচটি দেশ ভারতকে ভালোবাসে:

৫) মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিভাবান লোক দরকার অথচ যারা সস্তায় কাজ করে, তাই তারা ভারতীয়দের ভালোবাসেন। তাদের মতে, বিশ্বের সবচেয়ে সস্তা উন্নত মানুষের বাজার হলো ভারত। এই দেশ ভারতীয়দের চাকরিতে যুক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধিতে ভারতীয়দের বহু অবদান রয়েছে। 

৪) ইংল্যান্ড: এই পুরানো শত্রু ভারতের চেহারা বদলে দিয়েছে। আমাদের দেশের সাথে ইংল্যান্ডের খুব ভালো সম্পর্ক রয়েছে। ইংল্যান্ডের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা লোকেরা ভারতীয় এবং অনেক ডাক্তারও। ইংল্যান্ডের প্রতিটি স্থানীয় ব্যক্তি এদেশের মনীষীদের এবং স্বাধীনতার মুহূর্ত সম্পর্কে জানেন ও আমাদের দেশকে সম্মান করেন।

৩) ইসরায়েল: দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে ভারত এবং এ রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও রয়েছে। প্রত্যেক বছর হাজার হাজার ইসরায়েলি পর্যটক ভারতে ঘুরতে যায়। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় স্থানে আছে ইসরায়েল।

২) জাপান: ‘ইলেকট্রিক মাস্টার’ জাপানের সাথে ভারতের একটি বিশেষ বাণিজ্য সম্পর্ক রয়েছে। অনেক জাপানি সংস্থা ভারতীয় অর্থনীতিকে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করছে। এই দেশটি বহুবার ভারতকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে।

১) রাশিয়া: ‘আমার শত্রুর শত্রু আমার বন্ধু’ এই স্ট্র্যাটেজি সামনে রেখে কার্গিল যুদ্ধের সময় ভারতকে অনেক ক্ষেত্রে সহায়তা করেছিল রাশিয়া কারণ আমেরিকা পাকিস্তানকে সহায়তা করে। যদিও এখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলেও তবুও প্রতিটি ভারতীয় মনে করেন যে রাশিয়া আমাদের একমাত্র সেরা বন্ধু।