আন্তর্জাতিক T20-তে যে ৫ ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো অত সহজ নয়। তবুও এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় ব্যাটসম্যানরা দলের স্কোরবোর্ডকে বাড়ানোর জন্য দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন। তবে কখনো কখনো দেখা গেছে ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত টিকে থেকে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন কিংবা ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। 

☞ আজকের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে ৫ জন ব্যাটসম্যান ৯৯ রানে আউট কিংবা অপরাজিত থেকেছেন, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) লুক রাইট: ৯৯* রান

The Wright man | Cricket News | Sky Sports

২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমে লুক রাইট ৯৯* রানে (৫৫ বল) অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। ইংল্যান্ড দল কুড়ি ওভারে ১৯৬ রান তোলে। জবাবে আফগানরা মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়।

২) আলেক্স হেলস: ৯৯ রান

The making of Alex Hales: How England opener and tattoo-loving 'chav'  became his country's new record-breaking batting hero | Daily Mail Online

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ক্যারিবিয়ান দল প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৭২ রান তোলে। জবাবে ইংল্যান্ড ম্যাচের দুই বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। অ্যালেক্স হেলসের ৯৯ রানের (৬৮ বল) ইনিংসটি জয়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৩) মোহাম্মদ হাফিজ: ৯৯* রান

Old is Gold': Twitter reacts to Mohammad Hafeez's 99* against New Zealand

২০২০ সালে বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মোহাম্মদ হাফিজ ৯৯ রানের (৫৭ বল) একটি অপরাজিত ইনিংস খেলে দলকে ১৬৩ রানে নিয়ে যান। জবাবে নিউজিল্যান্ড মাত্র এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

৪) ডেভিড মালান: ৯৯* রান

England and Wales Cricket Board (ECB) - The Official Website of the ECB

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড দল ১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। এরপর তিন নম্বরে ডেভিড মালান মাত্র ৪৭ বলে ৯৯ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। তার এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কা।

৫) ডেভন কনওয়ে: ৯৯* রান

Devon Conway becomes 1st NZ player to score five consecutive fifties in  T20s | Cricket News - Times of India

২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ হলে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৯৯ রানে (৫৯ বল) অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। নির্ধারিত কুড়ি ওভারে কিউই দল ১৮৪ রান তোলে। জবাবে অজিরা ১৩১ রানে গুটিয়ে যায়।