ভারতের কোন গ্রামের মানুষ সূর্যের প্রথম আলো দেখে?

যে গ্রামে ভারতের প্রথম সূর্য ওঠে

General Knowledge Quiz : প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি থেকে শুরু করে ব্যাংকিং ও রেলের পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি বেশিরভাগ আসে। এছাড়া মানুষ এগুলিকে পড়তেও ভালোবাসেন। এই প্রতিবেদনে তেমনি কিছু জানা-অজানা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে হাজির করা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা কোন সিম কোম্পানি চালু করেছিল?
উত্তরঃ VSNL / Videsh Sanchar Nigam Limited (বিদেশ সঞ্চার নিগম লিমিটেড)।

২) প্রশ্নঃ বিশ্বের সবথেকে সুন্দর দেশের নাম কী?
উত্তরঃ স্কটল্যান্ড।

৩) প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটা রক্ত থাকে?
উত্তরঃ পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার।

৪) প্রশ্নঃ কোন প্রাণী দুধ খেলে মদের থেকেও বেশি নেশা হয়?
উত্তরঃ হাতির দুধে মদের থেকেও বেশি অ্যালকোহল থাকে, যার জন্য এটি খেলে নেশা হয়।

৫) প্রশ্নঃ কোন দেশের পুলিশ এবং তাদের গাড়ির ছবি তোলা আইনত নিষেধ?
উত্তরঃ ফ্রান্স দেশের পুলিশদের এবং তারা যে গাড়ি ব্যবহার করে, তার ছবি তুললে জেল পর্যন্ত হতে পারে।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায়?
উত্তরঃ জাপান।

৭) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতে প্রথম কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৯৪৯ সালে।

৮) প্রশ্নঃ জানেন অক্সিজেনের রং কেমন?
উত্তরঃ অক্সিজেনের রং হল হালকা নীলাভ।

৯) প্রশ্নঃ ভারতের পতাকায় অশোক চক্র কত সালে যুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২ শে জুলাই।

১০) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কাঁচা রাস্তার রাজ্য কোনটি?
উত্তরঃ ওড়িশা রাজ্য।

১১) প্রশ্নঃ আমাদের চোখে সাদা অংশটিকে কী বলা হয়?
উত্তরঃ শ্বেতমণ্ডল বা স্ক্লেরা (Sclera)।

১২) প্রশ্নঃ ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কোন বাঙালি কবির?
উত্তরঃ জীবনানন্দ দাশ।

১৩) প্রশ্নঃ Emoji কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ চিত্রলিপি।

১৪) প্রশ্নঃ রক্ত দেখে ভয় পাওয়া রোগে বিজ্ঞানী ভাষায় কী বলা হয়?
উত্তরঃ হিমোফোবিয়া।

১৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের মানুষ সূর্যের প্রথম আলো দেখে?
উত্তরঃ অরুণাচল প্রদেশের ডং নামক গ্রামে।