ভারতের কোন গ্রামের মানুষের কাছে দুটি দেশের নাগরিকত্ব রয়েছে?

দ্বৈত নাগরিকত্ব রয়েছে ভারতের কোন গ্রামের মানুষের কাছে?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। সাধারণ জ্ঞান এমনই একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। এর মাধ্যমে দেশ-বিদেশের নানান তথ্য সম্পর্কে জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য সর্বপ্রথম প্লাস্টিক ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করা শুরু করেছিল?
উত্তরঃ হিমাচল প্রদেশ রাজ্য।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সাদা বাঘ দেখতে পাওয়া যায়?
উত্তরঃ মধ্যপ্রদেশে।

৩) প্রশ্নঃ কোন ফল বিমানে ভ্রমণ করার সময় নিয়ে যেতে দেওয়া হয় না?
উত্তরঃ নারকেল।

৪) প্রশ্নঃ কোন দেশের হোটেলে বানর ওয়েটারের কাজ করে?
উত্তরঃ জাপান দেশে।

৫) প্রশ্নঃ দুধের রঙ সব সময় সাদা হয় কেন?
উত্তরঃ দুধের মধ্যে ক্যাসিন নামক প্রোটিন থাকায় দুধের রঙ সবসময় সাদা হয়।

৬) প্রশ্নঃ কোন গাছ ছোঁয়ার পর মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়?
উত্তরঃ গিম্পি গিম্পি নামক গাছ।

৭) প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম ডাইনিং টেবিলটি কোথায় রয়েছে?
উত্তরঃ ভারতের হায়দ্রাবাদে ফলকনামা প্রাসাদে পৃথিবীর দীর্ঘতম ডাইনিং টেবিলটি রয়েছে যেখানে ১০১ জন মানুষ একসঙ্গে বসে খেতে পারে।

Image

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কোন সরকারি নিয়ম নেই?
উত্তরঃ বেলজিয়াম দেশে কোন সরকারি নিয়ম নেই।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বাদাম চাষ হয়?
উত্তরঃ গুজরাট রাজ্যে।

১০) প্রশ্নঃ পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত দিন সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ৮ ঘন্টা।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে এখনও ২০১৫ সাল চলছে?
উত্তরঃ আফ্রিকার দেশ ইথিওপিয়াতে।

১২) প্রশ্নঃ স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী হয়?
উত্তরঃ ডাক্তারদের মতে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলেও কোন সমস্যাই হয় না।

১৩) প্রশ্নঃ ডক্টর বিধান চন্দ্র রায় কোন সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ১৯৬১ সালে।

১৪) প্রশ্নঃ গালিগালাজ স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ?
উত্তরঃ গবেষকরা জানাচ্ছেন, গালিগালাজ করলে মানুষের চাপ কমে ফলে স্বাস্থ্য ভালো থাকে।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের মানুষের কাছে দুটি দেশের নাগরিকত্ব রয়েছে?
উত্তরঃ নাগাল্যান্ডের লংওয়া গ্রামটি ভারত ও মায়ানমারের ভৌগোলিক সীমান্ত অবস্থিত। ফলে এই গ্রামের প্রতিটি মানুষের কাছে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মজার ব্যাপার হলো, এখানকার মানুষরা এক দেশে রান্না করেন আর এক দেশের ঘুমাতে যান।