পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কোন দুটি জায়গার মধ্যে চালু হয়েছিল?

রাজ্যের প্রথম রেলপথ কোথায় চালু হয়েছিল?

General Knowledge Quiz : আজকের সময়ে সাধারণ জ্ঞানের প্রয়োজনীয়তা কতটা বেশি তা আপনি নিশ্চয়ই জানেন। এসএসসি থেকে শুরু করে ব্যাংকিং বা রেলওয়ে ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ ইন্টারনেট পরিষেবার সর্বপ্রথম কোন দেশে চালু হয়?
উত্তরঃ আমেরিকায়।

২) প্রশ্নঃ ভারতের জাতীয় খাবার কী?
উত্তরঃ খিচুড়ি হলো ভারতের জাতীয় খাবার।

৩) প্রশ্নঃ কোন দেশে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ?
উত্তরঃ ভুটানে।

৪) প্রশ্নঃ PUB-G কোন দেশের গেম?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ার।

৫) প্রশ্নঃ পৃথিবীতে এমন কোন পাখি আছে যার ওজন এক টাকার কয়েনের চেয়েও কম?
উত্তরঃ হামিং বার্ড।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?
উত্তরঃ ভারতবর্ষে সবচেয়ে বেশি বাঘ রয়েছে।

৭) প্রশ্নঃ কোন দেশকে এশিয়া মহাদেশের অজগর বলা হয়?
উত্তরঃ চীন দেশকে এশিয়া মহাদেশের অজগর বলা হয়।

Image

৮) প্রশ্নঃ ভারত ও পাকিস্তান বিভাজনের জন্য কোন পরিকল্পনা অবলম্বন করা হয়েছিল?
উত্তরঃ মাউন্টব্যাটেন প্লান অবলম্বন করা হয়েছিল।

৯) প্রশ্নঃ ভারতের সর্ববৃহৎ চা উৎপাদনকারী রাজ্যের নাম কী?
উত্তরঃ আসাম।

১০) প্রশ্নঃ গরুর গোবর গ্যাস থেকে কোন গ্যাস পাওয়া যায়?
উত্তরঃ মিথেন গ্যাস।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে অপরাধ করলে তার শাস্তি তিন পুরুষকে দেওয়া হয়?
উত্তরঃ উত্তর কোরিয়া দেশের আইন অনুসারে এখানে কোন ব্যক্তি অপরাধ করলে তার শাস্তি তিন পুরুষকে দেওয়া হয়।

১২) প্রশ্নঃ ভারতের কত শতাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করেন?
উত্তরঃ ভারতের প্রায় ৭০ শতাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করেন।

১৩) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে অফিসে যান?
উত্তরঃ নেদারল্যান্ডস দেশের প্রধানমন্ত্রী।

Image

১৪) প্রশ্নঃ মোটর বাড়ি থেকে যে কালো ধোঁয়া ও কালো গ্যাস নির্গত হয় তার নাম কী?
উত্তরঃ কার্বন মনোক্সাইড গ্যাস।

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কোন দুটি জায়গার মধ্যে চালু হয়েছিল?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রথম ট্রেনটি ১৫ই আগস্ট ১৮৫৪-তে পূর্ব ভারতীয় রেল দ্বারা হাওড়া এবং হুগলির মধ্যে চলাচল শুরু করে। এটি ৯১ মিনিটের একটি যাত্রা ছিল।