অভিষেক ওয়ানডে ও T20-তে রানের খাতা খুলতে পারেননি এই বিখ্যাত ভারতীয় ব্যাটসম্যান

ভারতীয় ব্যাটসম্যানরা গোটা ক্রিকেট বিশ্বে সুনাম অর্জন করেছেন। কারণ এই দেশেই জন্মেছেন সুনীল গাভাস্কার থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং বর্তমানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দুর্দান্ত ব্যাটসম্যানরা, যারা ক্রিকেট ক্যারিয়ারে হাজার হাজার রান করেছেন ও অনেক স্মরণীয় ইনিংস খেলে তারা দেশকে জিতিয়েছেন। 

তবে প্রতিটি ব্যাটসম্যানের কাছে অভিষেক ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কিন্তু এমন এক ভারতীয় ব্যাটসম্যান রয়েছেন যিনি অভিষেক ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি। তবে পরবর্তীকালে দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিংবদন্তি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন। জানেন তিনি কে?

From Virat Kohli to Rohit Sharma: 5 cricketers who were groomed by MS Dhoni

এই প্রতিবেদনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা বলা হয়েছে, যার অভিষেক ম্যাচ দুটি একেবারেই সুখের হয়নি। ২০০৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। কিন্তু তিনি নিরাশ হয়েছিলেন প্রথম বলেই আউট হয়ে। বাংলাদেশি স্পিনার মোহাম্মদ রফিকের বলটিকে হালকা পুশ করে রান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপিচ থেকে ফিরে যেতে হয় ও রান আউট হন। এর কিছুদিনের মধ্যেই তিনি নিজের জাত চিনিয়েছিলেন।

Page 2 - 3 Indian stars who scored a duck on their ODI debut

এর ঠিক বছর দুয়েক পর ২০০৬ সালে ভারতীয় দল প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়া দল প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১২৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ৪ উইকেটের বিনিময়ে ১৯.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। কিন্তু এই ম্যাচে ৪ নম্বরে ব্যাট করতে আসা মহেন্দ্র সিং ধোনি রানের খাতা না খুলেই বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

Image

ভারতকে দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালের আগস্ট মাসে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে ছিলেন। তিনি ভারতের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যথাক্রমে টেস্টে ৪৮৭৬ রান, ওয়ানডেতে ১০৭৭৩ রান এবং টি-টোয়েন্টিতে ১৬১৭ রান করেছেন। ধোনির নামে রয়েছে ১৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি।