ডিম আগে এসেছে নাকি মুরগি? এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা

Egg or Chicken: ‘ডিম আগে এসেছে নাকি মুরগি’ এই প্রশ্নটি কয়েক শতাব্দী ধরে মানুষকে উদ্বিগ্ন করে আসছে এবং তর্কবিতর্কেরও শেষ নেই। এই কঠিন উত্তর খোঁজার জন্য মানুষ অনেকবার চেষ্টা করেও সফলতা পায়নি। অবশেষে বিজ্ঞানীরা এই জটিল প্রশ্নের উত্তর দিয়েছেন, যা এখন প্রকাশ্যে এসেছে।

প্রতি ইংল্যান্ডের কয়েকজন বিজ্ঞানী প্রমাণ দিয়েছেন যে ডিম আগে নাকি মুরগি আগে এসেছে এই পৃথিবীতে। কী বলেছেন তারা? কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন? এবার জেনে নেওয়া যাক বিস্তারিত।

Image

ইংল্যান্ডের শোফিল্ড ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। অবশেষে তারা খুঁজে পেয়েছেন এই প্রশ্নের উত্তর। তাদের উত্তরটি হলো — মুরগি আগে, তারপর ডিম। এখন প্রশ্ন আসতেই পারে কোন যুক্তিতে এই সিদ্ধান্তে তারা পৌঁছালেন? এবার তারা তাদের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন।

গবেষকরা বলেছেন, মুরগির ডিমের খোলায় এক ধরনের বিশেষ প্রোটিন থাকে। এই প্রোটিনের নাম ওভোক্লিডিন, এটি ছাড়া ডিমের খোলা কোনভাবেই তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির জরায়ুতে তৈরি হয়। এবার মুরগি যদি আগে না আসতো তাহলে এই বিশেষ প্রোটিনটিও তৈরি হতো না। ফলে ডিমও আসতো না।

Image

এই যুক্তিতেই গবেষকরা জানিয়েছেন যে পৃথিবীতে আগে এসেছে মুরগি। কারণ তাদের জরায়ুতে ওভোক্লিডিন নামক প্রোটিনটি উৎপাদন শুরু হওয়ার পরেই ডিম এসেছে। তবে কেউ কেউ প্রশ্ন করেছেন, তাহলে মুরগিটি কীভাবে পৃথিবীতে এল? আসলে এই প্রশ্নটি একটি অমীমাংসিত ধাঁধায় রয়ে গেছে।