টি-টোয়েন্টি বিশ্বকাপ: ১৫ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ফিরলেন মহারথীরা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা নিজেদের গুছিয়ে নিতে চাইছে।

Teams named for Australia's first warm-up game | cricket.com.au

১৫ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও সহ অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিশ। উইকেট রক্ষক হিসেবে ম্যাথু ওয়েড থাকলেও, ব্যাকিং উইকেটরক্ষক হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে। 

https://twitter.com/CricketAus/status/1428146693879468034?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1428146693879468034%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Ft20-world-cup-2021-cricket-australia-announces-15-men-squad-dgtl%2Fcid%2F1299225

অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি দাবি করেছেন, অভিজ্ঞতায় শেষ কথা, তাই অস্ট্রেলিয়া দলকে সেই ভাবেই করা হয়েছে।

Reports: Australia tour of England to begin on September 4

জর্জ বেইলি জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া দলের বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা রয়েছেন। তাদের অভিজ্ঞতা ও পারফরম্যান্সের কথা আর মাথা রেখে দলে নির্বাচিত করা হয়েছে। আশা করি তারছেরা টি-টোয়েন্টি দল হিসেবে নিজেদের প্রমাণ করবে।’

☞ অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জস হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন।