GK : কোন ভারতীয় বিপ্লবীকে জীবিত অবস্থায় ইংরেজরা কখনো ধরতে পারেনি?

ইংরেজিরা জীবিত অবস্থায় কোন ভারতীয় বিপ্লবীকে কখনো ধরতে পারেনি?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাসহ নানান তথ্য থাকে। এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষায় বাজিমাত করতে চান তাহলে এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই রপ্ত করা উচিত। এখানে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ হেরোডোটাসকে (Herodotus) বলা হয় ইতিহাসের জনক। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে তাঁর লেখা ‘হিস্টোরিকা’ গ্রন্থে ভারত-পারস্য সম্পর্ক নিয়ে বর্ণিত রয়েছে।

২) প্রশ্নঃ ভারত ব্রিটিশদের কাছে কত বছর পরাধীন ছিল?
উত্তরঃ আমাদের দেশ ভারত ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশদের দাস ছিল।

৩) প্রশ্নঃ ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি?
উত্তরঃ গাঙ্গেয় ডলফিন (The Gangetic dolphin) হলো ভারতের জাতীয় জলজ প্রাণী।

৪) প্রশ্নঃ আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে (Hague) অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়।

৫) প্রশ্নঃ গ্যাস লিকেজ সনাক্ত করতে গ্যাস সিলিন্ডারে কোন গন্ধযুক্ত পদার্থ যোগ করা হয়?
উত্তরঃ ইথাইল মারকাপ্টান (Ethyl mercaptan)।

৬) প্রশ্নঃ প্রতি ৭৬ বছর অন্তর কোন ধূমকেতুর আবির্ভাব হয়?
উত্তরঃ প্রতি ৭৬ বছর অন্তর হ্যালির ধূমকেতুর (Halley’s Comet) আবির্ভাব হয়।

Image

৭) প্রশ্নঃ কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চারিত হয়?
উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চারিত হয়।

৮) প্রশ্নঃ যানবাহনের পিছনের দৃশ্য দেখতে কোন আয়না ব্যবহার করা হয়?
উত্তরঃ উত্তল আয়না ব্যবহার করা হয়।

৯) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় বিপ্লবীকে জীবিত অবস্থায় ইংরেজরা কখনো ধরতে পারেনি?
উত্তরঃ চন্দ্রশেখর আজাদ (Chandrasekhar Azad) প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনই ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হবেন না এবং নিজেকে গুলি করার জন্য শেষ বুলেট ব্যবহার করে তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।