ডেথ ওভারের সেরা ভারতীয় ৪ বোলার, যাদের মুখোমুখি হতে কেউই চান না

টি-টোয়েন্টি ক্রিকেট আসার আগে পর্যন্ত বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে তীব্র সংঘর্ষ হতো। তবে এই সীমিত ওভারের খেলার আগমনের পর ব্যাটসম্যানরা বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। ভারতীয় ক্রিকেটের কথা বললে সেই সময় ডেথ ওভারে তেমন কোনো দক্ষ বোলার ছিলেন না। 

কিন্তু বর্তমান সময়ে ভারতীয় দলে এমন কিছু বোলার রয়েছেন, যারা ডেথ ওভারের জন্য বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন। অন্যদিকে বিপক্ষ দলের ব্যাটসম্যানেরা তাদের মুখোমুখি হতে চান না।

☞ এবার জেনে নেওয়া যাক ডেথ ওভারের সেরা চারজন ভারতীয় বোলারের সম্পর্কে:-

৪) ভুবনেশ্বর কুমার:

ভারতীয় ক্রিকেট দল গত কয়েক বছরে একের পর এক উজ্জ্বল ফাস্ট বোলার পেয়েছে। এদের মধ্যে ভুবনেশ্বর কুমার অন্যতম। যদিও তার চোট ও দুর্বল ফিটনেসের কারণে গত ২ বছর ধরে একটানা দলে থাকতে পারেননি। তবে তিনি তার সামর্থ্যের জোরে দলে ফিরে এসেছেন।

Not taking Bhuvi to UK is a huge mistake, Shardul should have been part of WTC squad: Sarandeep | Deccan Herald

ভুবনেশ্বর কুমার ২০১২ সালে অভিষেকের মাধ্যমে ভারতের ফাস্ট বোলিং আক্রমণকে দায়িত্ব সহকারে পরিচালনা করেন। তিনি কেবল নতুন বলে বোলিংই করেন না, সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারেও দায়িত্ব নেন। ভুবির বোলিংয়ে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, বর্তমানে তাকে অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে গণ্য করা হয়।

৩) মোহাম্মদ শামি:

ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামির দুর্দান্ত ক্যারিয়ার রয়েছে। তার গতি এবং সুইং বোলিং দিয়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন। বর্তমানে তিনটি ফরম্যাটেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মোহাম্মদ শামি পিচ থেকে সামান্য সহায়তা পেলে খুবই বিপদজনক হয়ে ওঠেন।

Cricket World Rewind: #OnThisDay – Mohammed Shami is born - occasionally erratic, permanently dangerous

গত কয়েক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে বোলিং করে আসছেন। এর মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে তার জায়গা শেষ হয়ে যাবে বলে মনে হয়েছিল। তবে তিনি দুরন্ত প্রত্যাবর্তন করেন। ডেথ ওভারের বোলিংয়ের একজন দুর্দান্ত বোলার হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন।

২) দীপক চাহার:

ভারতীয় ক্রিকেট দলে বিগত কয়েক বছরে একের পর এক তরুণ ফাস্ট বোলারের আগমন ঘটেছে। এর মধ্যে কয়েকজন তরুণ ফাস্ট বোলার তাদের বোলিং দিয়ে মুগ্ধ করেছেন। এর মধ্যে দীপক চাহারের নাম উল্লেখযোগ্য, যিনি ডেথ ওভারে বোলিংয়ে তার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

Pakistan's batsman should learn from Deepak Chahar: Danish Kaneria -

ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে তিনি শুরু থেকেই তার সুইং বোলিং দিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন ও ডেথ ওভারে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেন। সীমিত ওভারের ক্রিকেটে দীপক চাহার অপরিহার্য, যার মধ্যে ডেথ ওভারে বোলিং করার দক্ষতা রয়েছে। 

১) জসপ্রীত বুমরাহ:

বর্তমানে যখনই ডেথ ওভারের স্পেশালিস্ট বোলারের প্রসঙ্গ ওঠে, সবার প্রথমে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহয়ের নাম আসে। বুমরাহ শুধু ভারতেই নয়, বিশ্ব ক্রিকেটেও সেরা বোলার। বিপক্ষ দলের ব্যাটসম্যানদের মনে ভয়ের কারণ হয়ে উঠেছেন তিনি।

India Bowling Coach Bharat Arun Explains Why he Did Not Change The Unconventional Bowling Action of Jasprit Bumrah | Cricket News

সীমিত ওভারের ক্রিকেটে প্রথম কয়েক ওভারে রান দিলেও ডেথ ওভারে জসপ্রীত বুমরাহ বিপক্ষ দলের রানের গতিতে থামিয়ে দেন। তার বিপজ্জনক ইয়র্কার খুবই মারাত্মক। যে কারণে তিনি ডেথ ওভারের সেরা বোলার হিসেবে গণ্য হন।