৫ ভারতীয় খেলোয়াড়কে শীঘ্রই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে

ক্রিকেট বিশ্বে এমন অনেক খেলোয়াড় আছেন যারা তাদের দেশের হয়ে খুব বেশি ক্রিকেট খেলতে পারেননি বা কিছু সময় পরে খারাপ পারফরম্যান্সের কারণে আর সুযোগ পাননি। তাই অনেকেই মার্কিন দেশে পাড়ি দিচ্ছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন ও ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদও মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার পাড়ি দিয়েছেন।

Domestic Cricketers Leaving India To Live American Dreams

সেখানে উন্মুক্ত মাইনর ক্রিকেট লিগে যুক্ত হন। আগামী দিনে তাদেরকে হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে। বস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র দলে যোগ দেওয়ার জন্য সেখানে তিন বছর থাকা বাধ্যতামূলক।

☞ এবার দেখে নেওয়া যাক, যে ৫ ভারতীয় খেলোয়াড়কে শীঘ্রই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যেতে পারে: 

১) সৌরভ নেত্রভালকর:

Men's T20WCQ Americas: Canada v USA – USA captain Saurabh Netravalkar  pre-match interview

সৌরভ মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলেন এবং অনুর্ধ্ব-১৯ দলেরও অংশ হয়েছেন। ২০১৮ সালে আইসিসি নিয়ম পরিবর্তন করার পরে সৌরভ মার্কিন যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। খুব শীঘ্রই সৌরভ তার পারফরম্যান্স দিয়ে মার্কিন ক্রিকেট দলের কোচকে খুশি করতে সক্ষম হন এবং একই বছর মার্কিন দলে অন্তর্ভুক্ত হন। এমনকি তাকে দলের নেতৃত্ব প্রদানও করা হয়েছে।

২) সমিত প্যাটেল: 

CPL 2021: India U-19 World Cup winner picked by Barbados Tridents in draft;  check full squads of all 6 teams

সমিত প্যাটেল ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ফাইনাল ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানান তিনি। এই বছর তিনি বরোদার হয়ে লিস্ট এ ক্রিকেট খেলেছেন। কিন্তু তিনি ভবিষ্যতের কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। 

৩) তিমিল প্যাটেল: 

Timil Patel profile and biography, stats, records, averages, photos and  videos

ডানহাতি ব্যাটসম্যান ও লেগ-স্পিনার তিমিল প্যাটেল একজন উজ্জ্বল ক্রিকেটার এবং এটি অবাক করে যে তিনি ভারতে ক্যারিয়ার গড়তে পারেননি। তিনি ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত গুজরাটের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

৪) সিদ্ধার্থ ত্রিবেদী: 

Rajasthan Royals' forgotten hero, Siddharth Trivedi looks to give back to  cricket

সিদ্ধার্থ ত্রিবেদী দক্ষিণ ভারতের হয়ে রঞ্জি ট্রফি ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন এবং তাঁর নামে ৬৫টি আইপিএল উইকেট রয়েছে। ত্রিবেদী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং শীঘ্রই তাকে মাইনর ক্রিকেট লিগে (এমএলসি) খেলতে দেখা যাবে। ২০১৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন ও আটলান্টা প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করেন। 

৫) সানি সোহাল:

Sunny Sohal profile and biography, stats, records, averages, photos and  videos

সানি সোহাল ২০০৫ সালে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তিনি অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন। তিনি ডেকান চার্জার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও অংশ ছিলেন। সানি ২০টি আইপিএল ম্যাচচে ৩৬৮ রান করেন ও ঘরোয়া ক্রিকেটে ১২০০-র বেশি রান করেছেন, কিন্তু তারপরও ভারতীয় দলে সুযোগ পাননি, এই কারনেই তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।