বিশ্বের এমন ৫ অধিনায়ক, যারা সর্বাধিক টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড করেছেন

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে পরাজিত করে। সেই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ভারতীয় অধিনায়ক হিসাবে এটি বিরাট কোহলির ৩৭ তম জয়। পরিসংখ্যানের কথা বললে, এই মুহূর্তে বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক টেস্ট ম্যাচে জয় পেয়েছেন।

☞ বিশ্বের এমন ৫ অধিনায়ক, যারা সর্বাধিক টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড করেছেন:

৫) ক্লাইভ লয়েড: ৩৬ টেস্ট জয়

ক্লাইভ লয়েডের নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজ সর্বকালের সেরা টেস্ট দল হিসাবে অভিহিত করা হয়। ১৯৭৪ থেকে ১৯৮৫ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল কোন পরাজয় ছাড়াই তাঁর নেতৃত্বে ২৭ টি টেস্ট জয় পেয়েছিল। ক্লাইভ লয়েড বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সফলতম অধিনায়ক।

Joy Bhattacharjya on Twitter: "On this day 45 years ago, a magnificent century by Clive Lloyd helped West Indies win the 1st ever Cricket World Cup. This Patrick Eager photo captures the

তিনি ৭৪ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেন এবং তার মধ্যে ৩৭টি জয় লাভ করেন। এছাড়াও, তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে প্রথম দুটি আইসিসি বিশ্বকাপ জয় লাভ করে।  

৪) বিরাট কোহলি: ৩৭ টেস্ট জয়

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পর বিরাট কোহলি ক্লাইভ লয়েডকে ছাড়িয়ে যান। অধিনায়ক হিসেবে এটি বিরাট কোহলির ৩৭ তম জয়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ডব্লিউটিসি ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

We Were Probably 30-40 Runs Short To Put Serious Pressure On Their Batting Line-Up: Virat Kohli

এখনও পর্যন্ত বিরাট কোহলি ৬৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৩৭ টি খেলায় জয় পেয়েছেন। তিনি ৯৪ টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং ৫১.৪০ গড়ে ৭,৬০৯ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ২৭টি সেঞ্চুরি।  

৩) স্টিভ ওয়া: ৪১ টেস্ট জয়  

অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়া ৯০ এর দশকের শেষের দিকে দলকে চূড়ান্ত সাফল্য দেন। তিনি ৫৭ টেস্টে দলকে নেতৃত্ব দেন এবং ৪১টি জয় লাভ করেন। এছাড়াও, তিনি অস্ট্রেলিয়াকে আইসিসি ১৯৯৯ বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন। 

Steve Waugh's classic hundred relived at the SCG

টেস্ট অধিনায়ক হিসেবে ৪১টি জয় নিয়ে স্টিভ ওয় এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ১৬৮ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন ও ৫০.৫৯ গড়ে ১০,৯২৭ রান করেছেন। তার নামে ৩২টি সেঞ্চুরিও রয়েছে।

২) রিকি পন্টিং: ৪৮ টেস্ট জয় 

রিকি পন্টিং এর অধীনে অস্ট্রেলিয়া দল দুর্দান্ত সাফল্য উপভোগ করে। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিনি ৭৭ টি টেস্টে দলকে নেতৃত্ব দেন, যার মধ্যে ৪৮টি জয় পেয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

Ricky Ponting: Greatest Hits

টেস্ট ছাড়াও, তিনি অস্ট্রেলিয়া দলকে ২০০৩ ও ২০০৭ সালে পরপর দুটি আইসিসি ওডিআই বিশ্বকাপে নেতৃত্ব দেন। তিনি তার টেস্ট ক্রিকেট কেরিয়ারে ১৬৮টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন ও ৫১.৮৫ গড়ে ১৩,৩৭৮ রান করেছেন। তার নামে ৪১টি সেঞ্চুরি রয়েছে।

১) গ্রেইম স্মিথ: ৫৩ টেস্ট জয়

গ্রেইম স্মিথকে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। তিনি এমন সময়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। মাত্র ২২ বছর বয়সে তিনি টেস্ট অধিনায়ক হন ও তিনি আইসিসির টেস্ট রাঙ্কিংয়ে এক নম্বর স্থানে নিয়ে যান।  

Graeme Smith earned respect of cricketing world with great career littered with toughness and success - ABC News (Australian Broadcasting Corporation)

গ্রেইম স্মিথ দলকে ১০৮ টেস্টে নেতৃত্ব দেন এবং এর মধ্যে ৫৩টি খেলায় জয়লাভ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন ও ৪৮.২০ গড়ে ৯,২৬৫ রান করেছেন। তার নামে ২৭টি সেঞ্চুরিও রয়েছে।