হাসপাতালে থিয়েটার নেই, অথচ অপারেশন রুমকে ‘থিয়েটার’ বলে কেন জনেন

Operation Theater: বলা হয় অপারেশন থিয়েটার হল সেই জায়গা যেখানে মানুষ পুনর্জীবিত হয়ে ওঠেন। এই সময় চিকিৎসকরা ভগবানের দূত হিসেবে আসেন এবং রোগীর জীবন রক্ষা করেন। কিন্তু কখনো ভেবেছেন অপারেশন রুমকে কেন ‘অপারেশন থিয়েটার’ বা OT বলা হয়? আশ্চর্যের বিষয় হল এখানে থিয়েটার শব্দটি কেন ব্যবহৃত হয়!

২০ শতকে অপারেশন বা সার্জারি করা এখনকার মতো ভাবায় যেত না, বলা হয় সেই সময় অপারেশন করা খুবই কষ্টসাধ্য ছিল। এই সময় রোগীকে অজ্ঞান না করেই অপারেশন করতে হতো। এরপর ধীরে ধীরে এই বিষয়গুলি সহজ হয়ে ওঠে। তবে অপারেশনের আগে রোগীর জীবন নিয়ে যেমন একটা ঝুঁকি ছিল, তেমন আজও রয়েছে।

Image

জানা যায়, ২০ শতকে হাসপাতাল গুলির অপারেশন রুমগুলো সিনেমা থিয়েটারের মতোই তৈরি করা হয়েছিল। কারণ তখনকার দিনে মেডিকেল ছাত্র ও নার্সদের সার্জারি দেখতে আমন্ত্রণ জানানো হতো। তাদের বসার জন্য তৈরি করা হয়েছিল আসন। এইসময় মনে হতো তারা যেন সিনেমা দেখছে, কোনও সার্জারি নয়।

আসলে, সেইসময় যখন কোনো নবাগত ডাক্তারকে অস্ত্রপচারের দায়িত্ব দেওয়া হতো তখন অডিটরিয়ামে বিশেষ মেডিকেল টিম বসার জন্য ব্যবস্থা ছিল। অভিজ্ঞ এবং পেশাদার ডাক্তাররা সবসময় তাদের ভুলত্রুটির দিকে নজর রাখত। তবে তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও থাকতেন।

Image

অপারেশনের সময় পুরো প্রক্রিয়াটি দেখার জন্য হাসপাতালের বাইরে থেকে মেডিকেল শিক্ষার্থী এবং নার্সদের আমন্ত্রণ জানানো হত। এই সময় তারা গ্যালারিতে বসে দেখতেন। সেই থেকে অপারেশন রুমকে ‘অপারেশন থিয়েটার’ বা সংক্ষেপে OT বলা হয়। যদিও বর্তমানে এই চিত্রটা বদলেছে। এখন শুধুমাত্র ডাক্তার এবং তার সহযোগীরাই অপারেশন থিয়েটারে যেতে পারেন।