জানেন ‘সাইকেল’কে বাংলায় কী বলে? ৯৯% লোকের অজানা

সেই প্রাচীন কাল থেকেই সাইকেলের ব্যবহার করে আসছে মানুষ, সে সাধারণ দরকারে হোক বা ব্যবসার কারনে। তবে এই সাইকেলের বাংলা মানে কি জানেন? যার মানে শুনলে আপনি যত কঠিন ব্যক্তিই হোন না কেন আপনি একবার হলেও হাসতে বাধ্য হবেন। তাহলে এটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। 

আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই সাইকেলের বাংলা মানে সম্পর্কে অবগত নন। প্রাচীনকাল থেকে মানুষের যদি কোন নিত্য সঙ্গী থেকে থাকে তবে তাই হল এই সাইকেল। এই সাইকেল চড়ে ই প্রতিনিয়ত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করেন বা কখনো ব্যবসার ক্ষেত্রেও এ সাইকেল ব্যবহার করে থাকেন।

Image

যদিও বর্তমানে মানুষজন সাইকেলের থেকে মোটরবাইক, বাস, ট্রেন, এসবে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তবে প্রথম পর্যায়ে সাইকেল চালিয়েই বাইক বা স্কুটি চালানোতে সুবিধা হয় বলেই মনে করে থাকেন বেশিরভাগ মানুষ। তবে এই সাইকেলই ছিল একসময় মানুষের নিত্যপ্রয়োজনীয় সঙ্গী।

‘সাইকেল’ শব্দটি প্রথম ১৮৪৭ সালে ব্যবহৃত হয় একটি ফরাসি প্রকাশনায়, সম্ভবত এই দুই চাকার গাড়ির অজ্ঞাত পরিচয় বর্ণনা করতে। সাইকেল শব্দটির বাংলা অর্থ হল ‘দ্বিচক্রযান’। দ্বি’ এর অর্থ দুই, ‘চক্র’ কথার অর্থ হলো চাকা আর ‘যান’ হলো যানবাহন। অর্থাৎ এর পুরো অর্থ হল ‘দুই চাকা বিশিষ্ট যানবাহন’।

Image

তবে বেশিরভাগ মানুষই সাইকেলের বাংলা প্রতিশব্দটির সঙ্গে পরিচিত নন। যেহেতু সাইকেলের বাংলা প্রতিশব্দ থেকে ইংরেজি শব্দটি সহজ তাই বেশি সংখ্যক মানুষ ইংরেজি প্রতিশব্দটি ব্যবহার করে থাকেন।
যদিও বর্তমানে জিম বা ফিটনেস প্রেমীদেরদের কাছে এই সাইকেলের ব্যবহার বেড়েছে, তাই এখন বাজারে নানান ধরনের সাইকেল পাওয়া যাচ্ছে।