বলুন তো ৩৩-র ভিড়ে আর কোন সংখ্যা রয়েছে? ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে ৩৩-র ভিড়ে আর কোন সংখ্যা রয়েছে

Optical illusion: আপনি যদি নতুন কোনও অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ খুঁজছেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলি মানুষেরা বেশ পছন্দ করে এবং এতে একঘেয়েমিও দূর হয় আর মস্তিষ্কের সজীবতাও বেড়ে ওঠে। এই ছবিতে ৩৩ এর ভিড়ে অন্য একটি সংখ্যা রয়েছে, যাকে খুঁজে বের করতে হবে।

এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার আগে আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে, তবেই আপনি জিনিয়াস বলে প্রমাণিত হবেন। বলা হয়েছে, ৩৩ এর ভিড়ে অন্য সংখ্যাটিকে খোঁজার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় পাবেন। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি ওই সংখ্যাটিকে খুঁজে পান, তাহলে আপনি জিনিয়াস।

ছবিটিতে একটি ধূসর ব্যাকগ্রাউন্ডের ওপরে সাদা রঙের অনেকটা ইটালিয়ান স্টাইলে ৩৩ সংখ্যা লেখা আছে। এখানে ৯টি সারি রয়েছে আর প্রতিটিতে ১২টি করে ৩৩ লেখা আছে। কিন্তু এরই মধ্যে লুকিয়ে রয়েছে অন্য একটি সংখ্যা, যাকে খুঁজতে অনেকেই হিমসিম খাচ্ছেন। জানিয়ে দিই, ওই লুকানো সংখ্যাটি হল ৮৩।

ইংরেজির 33 এর ভিড়ে 83 সংখ্যাটিকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারণ দুটির আকার অনেকটা একই রকমের, তাই সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই যারা লুকানো ৮৩ সংখ্যাটি খুঁজে পেয়েছেন, তাদের বুদ্ধির পাশাপাশি দৃষ্টিশক্তিরও প্রশংসা করতে হয়।

এ জাতীয় ধাঁধাগুলি যেমন মজার তেমন আকর্ষণীয়ও। কিন্তু আপনার ক্ষেত্রেও যদি এখনও লুকিয়ে থাকা সংখ্যাটি খুঁজে পাওয়া কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ৮৩ সংখ্যাটি ৬ নম্বর সারির ১২তম অংশে রয়েছে।

Image

মনোবিজ্ঞানীদের মতে, যেকোনো ধরনের ধাঁধা আপনার মস্তিষ্কের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি আপনার চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। এছাড়া এর মাধ্যমে আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়ও। তবে এর জন্য বিশেষ কোনো গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না।