এই ৫টি ‘ব্লকবাস্টার’ ছবির প্রস্তাব ফিরিয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছিলেন আমির খান

বলিউডের যেসব ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব ফেরান আমির

বলিউডের শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় রয়েছেন আমির খান (Aamir Khan), যাকে পুরো সিনে দুনিয়া ‘মিস্টার পারফেক্টনিস্ট’ (Mr Perfectionist) নামেই চেনে। শিশু শিল্পী হিসেবেও অভিনয় করেছেন। এরপর ১৯৮৮ সালে মুখ্য ভূমিকায় অভিষেক হয় তার। আমির খান তার ক্যারিয়ারে লাগান, থ্রি ইডিয়েটস, গজনী, পিকে, রাজা হিন্দুস্তানি, কেয়ামত সে কেয়ামত তক — এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

অভিনয় জগতে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু বলিউডের এমন কিছু ব্লকবাস্টার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা। হয়তো এর জন্য তিনি আজও আফসোস করেন। আমিরের ফিরিয়ে দেওয়া এমন পাঁচটি সিনেমা নিয়েই এই প্রতিবেদনটি সাজানো হয়েছে।

Image

ডর (Darr): যশ চোপড়া পরিচালিত ‘ডর’ সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল। কিন্তু এই ছবি নায়ক শাহরুখ খান প্রথম পছন্দের ছিলেন না। তার আগে অজয় দেবগন ও আমির খানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউই রাজি হয়নি। অবশেষে শাহরুখ প্রস্তাব গ্রহণ করেন এবং ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

Image

হাম আপকে হ্যায় কৌন (Hum Aapke Hain Koun): ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খান ও মাধুরী দীক্ষিতের অভিনয় দর্শকদের আজও মনে গেঁথে রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন পরিচালকের প্রথম পছন্দ সালমান ছিলেন না, এর আগে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি।

Image

২.০ (2.0): রজনীকান্ত অভিনীত রোবট সিনেমার সিক্যুয়েল ২.০ ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। কিন্তু এই সিনেমায় রজনীকান্তের চরিত্র রূপায়নের জন্য আমির খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আমির খান নাকচ করে দেন। এরপর দক্ষিণের মেগাস্টার রজনীকান্তকে দিয়েই ছবিটি নির্মিত করা হয়। এই ছবিতে অক্ষয় কুমারও রয়েছেন।

Image

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge): বলিউডের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। শাহরুখ খান ও কাজল অভিনীত এই সিনেমা ১৯৯৫ সালে মুক্তি পায়। কিন্তু রাজ চরিত্রের জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এ প্রস্তাব ফিরিয়ে দেন।

Image

স্বদেশ (Swades): ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত স্বদেশ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শাহরুখ খান। কিন্তু এই ছবির পরিচালক প্রথমে আমির খানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। চিত্রনাট্য উপরে খুব বিরক্ত হয়েছিলেন আমির। আর এজন্য সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু শাহরুখ কাজটি হাতছাড়া না করে দারুণ পারফর্ম করে মুগ্ধতা ছড়ান।