বলুন তো 9÷3x(2+1)= কত হবে? সঠিক উত্তর দিলেই আপনি জিনিয়াস

কেবল বুদ্ধিমানেরাই 9÷3x(2+1) এই অঙ্কটির সমাধান করতে সক্ষম হবেন

Brain Teaser: আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে অপটিক্যাল ইলিউশন আর ব্রেন টিজারের পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। আবার কখনো কখনো বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য অঙ্কের সমাধানগুলিও চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দেওয়া হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি গাণিতিক চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে।

অঙ্কটি হল, 9÷3x(2+1)! এখন আপনাকে এই গাণিতিক ধাঁধারটিকে সমাধান করতে হবে। তবে যারা অঙ্ক নিয়ে বেশিদূর পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে এগুলি কয়েক সেকেন্ডের ব্যাপার। তবে অধিকাংশ মানুষের কাছেই অঙ্ক একটি আতঙ্কের মতো। শৈশবে অঙ্ক করতে গিয়ে কতই না মার খেতে হয়েছে বলুন!

কিন্তু ইতিমধ্যেই যারা এই গাণিতিক ধাঁধাটি সমাধান করতে সক্ষম হয়েছেন তাদের বুদ্ধির প্রশংসা করতে হয় এবং তাদেরকে জিনিয়াস বললেও ভুল হয় না। গাণিতিক ধাঁধার মাধ্যমে শিশুদের অঙ্কের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলা সম্ভব। এমনকি এগুলি মস্তিষ্কের সুপ্ত বুদ্ধিগুলোকেও জাগ্রত করতে পারে।

আশা করি, আপনি এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হয়েছেন। নির্ভুল ভাবে যারা সঠিক উত্তর দিয়েছেন, তাদের অভিনন্দন। কিন্তু অনেক চেষ্টার পরেও যারা এই ধাঁধাটি সমাধান করতে পারেন নি বা ভুল উত্তর দিয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এটিকে সরলীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। এই ধরনের অঙ্ক কেবল সূত্র প্রয়োগের মাধ্যমেই সম্ভব। সবার প্রথমে বন্ধনীর কাজ তারপর ভাগ, আর শেষে গুণ। এই ধরনের অঙ্কগুলি নিশ্চয়ই আপনি ক্লাস ফাইভ-সিক্সে অবশ্যই করে থাকবেন! এবার সমাধানটি জেনে নেওয়া যাক…

Image

অঙ্কের সমস্যাটি হলো, 9÷3x(2+1)
= 9÷3×3
= 3X3
= 9 (সঠিক উত্তর)