GK প্রশ্ন: এমন কোন জিনিস সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সাদা দেখায়?

কোন জিনিসটি দেখলে সময়ে সময়ে রঙ পরিবর্তন হয়?

General Knowledge Quiz: এই প্রতিবেদনে এমন কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে বলা হয়েছে যা খুবই প্রয়োজনীয় ও কার্যকরী। অনেক ক্ষেত্রে চাকরির পরীক্ষায় প্রতিযোগীদের দারুণ কাজে দেয় এই জ্ঞান। আসলে এমন কিছু প্রশ্ন ও তার উত্তর তুলে ধরা হয়েছে যা দেশ ও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে। যে কোনও চাকরি বা উচ্চশিক্ষার পরীক্ষায় এই প্রশ্নগুলো করা যেতে পারে।

১) প্রশ্নঃ বলুন তো এমন কোন প্রাণী যে তার সমস্ত কাজ নাক দিয়ে করে?
উত্তরঃ হাতি।

২) প্রশ্নঃ উট কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী?
উত্তরঃ রাজস্থানের (Rajasthan)।

৩) প্রশ্নঃ নোংরা জল পান করলে কোন রোগ হয়?
উত্তরঃ টাইফয়েড (Typhoid)।

৪) প্রশ্নঃ খোসা ছাড়িয়ে সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন বের হয়ে যায়?
উত্তরঃ ভিটামিন সি।

৫) প্রশ্নঃ একটি হাতির মুখে মোট কয়টি দাঁত থাকে?
উত্তরঃ ২৬টি।

৬) প্রশ্নঃ ভারতের বৃহত্তম বস্ত্র শিল্প কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ গুজরাটে সর্বাধিক বস্ত্রশিল্প (Textile Industry) রয়েছে।

৭) প্রশ্নঃ বিশ্বের গভীরতম সুইমিং পুল কোন দেশে রয়েছে?
উত্তরঃ দুবাইতে (Dubai), যার গভীরতা ৬০ মিটার।

Image

৮) প্রশ্নঃ ইন্টারনেট ব্যবহার করা কোন দেশে অপরাধী হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ বার্মা ও উত্তর কোরিয়া (Burma and North Korea)।

৯) প্রশ্নঃ কোন প্রাণীর রক্তের রঙ সাদা?
উত্তরঃ আরশোলা।

১০) প্রশ্নঃ কোন দেশে চা পানের উৎসব পালিত হয়?
উত্তরঃ জাপানে (Japan)।

১১) প্রশ্নঃ সবচেয়ে বেশি লাল চন্দন চাষ করা হয় কোন রাজ্যে?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে (Karnataka)।

১২) প্রশ্নঃ কোন রাজ্যের কৃষকরা সবচাইতে ধনী?
উত্তরঃ পাঞ্জাব (Punjab) রাজ্যের কৃষকরা সবচাইতে ধনী।

Image

১৩) প্রশ্নঃ ভারতের প্রথম ট্যাক্সি পরিষেবা কোন শহরে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে মুম্বাইতে।

১৪) প্রশ্নঃ ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তরঃ বিহার (Bihar)।

১৫) প্রশ্নঃ সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সাদা দেখায়, এমন কী জিনিস?
উত্তরঃ এটি বিড়ালের চোখ, যা সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সাদা দেখায়।