ইংল্যান্ডে অনুষ্ঠিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ১০ ভারতীয় ব্যাটসম্যান

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলার গুরুত্ব আলাদা। এখানে পারফর্ম করা প্রত্যেক খেলোয়াড় আলাদা সম্মান পায়। লর্ডসে খেলা কোনও ক্রিকেটারের স্বপ্নের চেয়ে কম নয়। এর ড্রেসিংরুমে অনার্স বোর্ডে এমন খেলোয়াড়দের নামাঙ্কিত করা হয় যারা সেঞ্চুরি করেছেন বা এক ইনিংসে ৫ উইকেট বা একটি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। 

এবার দেখে নেওয়া যাক, ইংল্যান্ডে অনুষ্ঠিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ১০ ভারতীয় ব্যাটসম্যান:-  

১) বিনু মানকড়:

Vinoo Mankad, spirited cricketer who gave the world 'Mankading' in 1947, right upto 2019

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বিনু মানকড় প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যদিও ম্যাচটি ড্র হয়, তবে এই সেঞ্চুরিটি এখনও লর্ডসের অন্যতম সেরা ইনিংস হিসাবে বিবেচিত হয়।

২) দিলীপ বেঙ্গসরকর:

How Dilip Vengsarkar Made Lord's His Own | Wisden Almanack

৭০-৮০ এর দশকের দিকে দিলীপ বেঙ্গসরকর টিম ইন্ডিয়ার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। যিনি লর্ডস গ্রাউন্ডে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার প্রথম সেঞ্চুরি ১৯৭৯ সালে আসে। ম্যাচটি ড্র হয়েছিল। তিন বছর পর ১৯৮২ সালে দ্বিতীয় সেঞ্চুরি এবং ১৯৮৬ সালের ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে পাঁচ উইকেটে জয় এনে দেন।

৩) গুন্ডাপ্পা বিশ্বনাথ:

When Dennis Lillee said he found Gundappa Viswanath's batting superior to Sunil Gavaskar's - Cricket Country

গুন্ডাপ্পা বিশ্বনাথ ও দিলীপ বেঙ্গসরকর দুজনেই একই ম্যাচে লর্ডসে তাদের প্রথম সেঞ্চুরি করেন। বিশ্বনাথ ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ রান করেছিলেন। এই দুই খেলোয়াড়ের সেঞ্চুরির সাহায্যে ভারতীয় দল দুর্দান্ত স্কোরে পৌঁছে ম্যাচটি ড্র করতে সহায়তা করে।

৪) মোহাম্মদ আজহারউদ্দিন:

12 Facts about Mohammad Azharuddin: Class and elegance personified

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ১৯৯০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। তিনি ১১১ বলে ২২টি চারসহ মোট ১২১ রান করেন।

৫) রবি শাস্ত্রী:

The fly in the ointment

১৯৯০ সালে ইংল্যান্ড সফরে ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রবি শাস্ত্রী ও আজহারউদ্দিন দুজনেই সেঞ্চুরি করে ভারতকে দুর্দান্ত স্কোর করতে সহায়তা করে। যদিও ম্যাচটি শেষ রক্ষা হয়নি।

৬) সৌরভ গাঙ্গুলী:

Sourav Ganguly's five finest Test innings – Lord's, Gabba, Kanpur and more - Sport360 News

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচ ড্র করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি বল হাতেও তিনটি উইকেট নিয়েছিলেন। 

৭) অজিত আগারকার:

How many hundreds at Lord's ya?' When Ajit Agarkar teased Ricky Ponting | Cricket - Hindustan Times

জেনে অবাক হবেন ভারতীয় বোলার অজিত আগরকরেরও লর্ডসের মাটিতে সেঞ্চুরি রয়েছে। ২০০২ সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর শিরোনামে এসেছিলেন। অজিত আগারকার ব্যাট হাতে ১৯০ বলে ১০৯ রান করেন।  

৮) রাহুল দ্রাবিড়:

121641077_crop_north - Vbet News

১৯৯৬ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রাহুল দ্রাবিড় তার প্রথম ম্যাচ খেলেন। প্রথম ইনিংসে তিনি ৯৫ রান করেছিলেন। অবশেষে ২০১১ সালে ইংল্যান্ড সফরে এসে লর্ডসের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে তার স্বপ্ন পূরণ করেন। দ্রাবিড় ২২০ বলে ১০৩ রান করে ভারতীয় দলকে সম্মানজনক ২৮৬ রানে পৌঁছে দেন। 

৯) অজিঙ্কা রাহানে:

Ajinkya Rahane: The Rise, The Fall and The Slipping of Time - Ajinkya Rahane The Rise The Fall and The Slipping of Time | Sakal Sports

২০১৪ সালে লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ভারত প্রথমে ব্যাট করেছিল। একদিকে নিয়মিত উইকেট পড়তে থাকে তবে অজিঙ্কা রাহানে একপ্রান্ত দৃঢ় ভাবে ধরে রেখেছিলেন। তিনি সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ২৯৫ রানে নিয়ে যান। তিনি ১৫৪ বলে ১০৩ রান করেন, যার মধ্যে ১৫টি চার ও ১টি ছক্কা ছিল।

১০) কে. এল. রাহুল:

Rahul century puts India on top against England in second Test | eNCA

বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কে. এল. রাহুল সেঞ্চুরি হাঁকিয়ে লর্ডসের অনার্স বোর্ডে দশম ভারতীয় খেলোয়াড় হিসাবে তার নামাঙ্কিত করেন। রাহুল ২৫০ বলে ১২৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ও ভারতীয় দলকে একটি ঐতিহাসিক জয় উপহার দেন।