মাঠে নেমেই সূর্যকুমার গড়লেন এক অনন্য রেকর্ড, যা আর কোনও ভারতীয়র নেই

INDvsAUS: শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুর টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দিয়েছে ভারতীয় দল। আর এই ম্যাচেই অভিষেক করেছেন বর্তমান সংক্ষিপ্ত ফরম্যাটের দুর্দান্ত খেলোয়াড় সূর্যকুমার যাদব। তবে তিনি মাঠে নামার সাথে সাথেই করে ফেলেছেন এক অনন্য রেকর্ড, যা আর কোনো ভারতীয়র নেই।

আইপিএল থেকে উঠে আসা সূর্যকুমার যাদব ২০২১ সালে ভারতের জার্সিতে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। এরপর কয়েক মাস পরেই তার ওয়ানডেতে অভিষেক ঘটে। তবে ২০২২ সালটা যেন তার নামেই ঢেলে সাজানো ছিল, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন ‘SKY’।

Image

ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমারের ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি। তবে ওয়ানডে খেলায় এখনো বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। তবে এবার লাল বলের ক্রিকেটেও ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। শ্রেয়াস আইয়ারের চোটের কারণে ভারতীয় টেস্ট দলের নাম লিখিয়েছেন সূর্য কুমার যাদব।

সূর্যকুমারের বর্তমান বয়স ৩২! আর তিনটি ফরম্যাটেই ভারতীয় হয়ে অভিষেক করেছেন ৩০ বছর বয়সের ঊর্ধ্বে। এই অনন্য রেকর্ড আর কোন ভারতীয় খেলোয়াড়ের নেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, এই প্রতিভাবান খেলোয়াড়ের আরো অনেক আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল।

সূর্যকুমারের ক্রিকেট ক্যারিয়ারের কথা বললে, তিনি এখনো পর্যন্ত ২০টি ওয়ানডে ও ৪৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যথাক্রমে তিনি ওয়ানডেতে প্রায় ২৯ গড়ে ৪৩৩ রান ও টি-টোয়েন্টিতে ১৭৫ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ১৬৭৫ রান করেছেন। বর্তমানে তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।