IPL: সৌরভ গাঙ্গুলী থেকে নীতিশ রানা! KKR দলকে নেতৃত্ব দিয়েছেন যারা

KKR Team Captains: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএল এর ইতিহাসে কেকেআর অন্যতম সেরা দল। শাহরুখের মালিকানা দলটি এখনো পর্যন্ত দুবার আইপিএলের শিরোপা জিততে সফল হয়েছে। তবে দলটি গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সঠিক নেতৃত্বের অভাবে আর চ্যাম্পিয়ন হতে পারেনি। 

শ্রেয়াস আয়ারের চোটের কারণে ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় ব্যাটসম্যান নীতিশ রানা। এবার দেখে নেওয়া যাক, এখনও পর্যন্ত যারা এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন।

১) সৌরভ গাঙ্গুলী (২০০৮-২০১০): প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম অধিনায়ক। যার নেতৃত্বের দলটি ২৭ ম্যাচে ১৩টি জয় এবং ১৪টিতে পরাজয় হয়। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচটি সৌরভের নেতৃত্বে কেকেআর বড় ব্যবধানে জয়লাভ করেছিল। 

২) ব্রেন্ডন ম্যাকুলাম (২০০৯): আইপিএলের উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকুলাম। যদিও এরপর থেকে আর কোন কেকেআর তারকা সেঞ্চুরি পাননি। সৌরভ গাঙ্গুলীর অনুপস্থিতিতে ২০০৯ সালে কেকেআরের দায়িত্ব পান তিনি, কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। তার নেতৃত্বে দল ১৩ ম্যাচে মাত্র ৩টি জয় এবং ৯টিতে পরাজয়ের মুখোমুখি হয়।

৩) গৌতম গম্ভীর (২০১১-২০১৭): গৌতম গম্ভীর আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক যার নেতৃত্বে কেকেআর দলটি দুবারই চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও তিনি একটানা দলটিকে ৭ বছর নেতৃত্ব দেন। এই সময় কেকেআর আইপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হতো। গম্ভীরের নেতৃত্বে দলটি ১২২ ম্যাচে ৬৯টি জয় এবং ৫১টিতে পরাজয় হয়।

৪) জ্যাক ক্যালিস (২০১১): গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে দুটি ম্যাচের জন্য কেকেআর দলকে নেতৃত্ব দেন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এই সময় একটিতে জয় ও একটিতে পরাজয় আসে। এছাড়াও একজন খেলোয়াড় হিসেবে জ্যাক ক্যালিস অসাধারণ পারফরম্যান্স করেছেন এই দলটির হয়ে।

৫) দীনেশ কার্তিক (২০১৮-২০২০): গৌতম গম্ভীরের মতোই কিছুটা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন দীনেশ কার্তিক। তার নেতৃত্বে দলটি আবারও চাঙ্গা হয়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারেনি। কার্তিকের নেতৃত্বে কেকেআর ৩৭ ম্যাচে ১৯টি জয় এবং ১৭টি পরাজয়ের মুখোমুখি হয়। বর্তমানে তিনি আরসিবি-র হয়ে খেলছেন।

৬) ইয়ন মরগ্যান (২০২০-২০২১): গৌতম গম্ভীরের পর ইয়ন মরগ্যানই কেকেআরকে ফাইনালে তুলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এই সময় তার নেতৃত্বে কেকেআর ২৪ ম্যাচে ১১টি জয় ও ১২টি পরাজয়ের মুখোমুখি হয়। বর্তমানে এই বিশ্বকাপজয়ী অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

৭) শ্রেয়াস আইয়ার (২০২২): ভারতীয় তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার গত বছর কেকেআর দলে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। অধিনায়ক হিসেবে তিনি যথেষ্ট ছাপ ফেলেছিলেন প্রথম মরসুমেই। তার নেতৃত্বে কেকেআর ১৪ ম্যাচে ৬টি জয় ও ৮টি হারের মুখোমুখি হয়। সম্প্রতি চোট পাওয়ায় তাকে ২০২৩ আইপিএলে দেখা যাবে না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা।