GK কুইজ : এমন কোন জিনিস যা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা?

ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা, সেটা কী?

General Knowledge Quiz : বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

১) প্রশ্নঃ কোন জায়গায় যাবার গাড়ি আছে কিন্তু আসার গাড়ি নেই?
উত্তরঃ শ্মশান বা কবর।

২) প্রশ্নঃ কোন প্রাণী তার জিভ মুখে বাইরে বের করতে পারেনা?
উত্তরঃ কুমির।

৩) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিদেশ সফর করেননি?
উত্তরঃ চৌধুরী চরণ সিং।

৪) প্রশ্নঃ কোন জিনিস ২৪ ঘন্টার মধ্যে পুরনো হয়ে যায়?
উত্তরঃ খবরের কাগজ।

৫) প্রশ্নঃ তাজমহলে মোট কয়টি কক্ষ রয়েছে?
উত্তরঃ ১২০টি কক্ষ।

৬) প্রশ্নঃ নোটিফিকেশন কে বাংলায় কি বলে?
উত্তরঃ বিজ্ঞপ্তি।

৭) প্রশ্নঃ কোন দেশে একটিও নদী খুঁজে পাবেন না?
উত্তরঃ সৌদি আরব।

৮) প্রশ্নঃ কোন দেশের নামের মাঝের অক্ষর বাদ দিলে সেটা বাঙ্গালীদের প্রধান খাদ্য হয়?
উত্তরঃ ভারত। এর ‘র’ বাদ দিলে ভাত হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোন ট্রেনটি ১২টি রাজ্যের মধ্য দিয়ে যায়?
উত্তরঃ হিমসাগর এক্সপ্রেস।

১০) প্রশ্নঃ কোন দেশে বিয়ের আগে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হয়?
উত্তরঃ মায়ানমার দেশে।

১১) প্রশ্নঃ কত শতাংশ ভারতীয় কৃষি শিল্পের উপর নির্ভরশীল?
উত্তরঃ ৫৯% ভারতীয়।

১২) প্রশ্নঃ এমন কী যারশুধুমাত্র ডিসেম্বর মাসেই আছে আর অন্য কোন মাসে নেই?
উত্তরঃ ডিসেম্বরের ‘D’।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীটি হাতির চেয়েও বড়?
উত্তরঃ নীল তিমি। প্রায় ২৫টি প্রাপ্ত বয়স্ক হাতির ওজনের সমান।

১৪) প্রশ্নঃ ভারতবর্ষের কোন হ্রদটিতে শত শত কঙ্কাল দেখা যায়?
উত্তরঃ উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায় রূপকুণ্ড হ্রদে।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা?
উত্তরঃ কয়লা।