কখনও ভেবেছেন জিন্স প্যান্টের সামনের দিকে ছোট্ট পকেটটি রাখা হয় কেন

আজকালকার দিনে জিন্স পরতে কে না পছন্দ করেনা, ছেলে হোক বা মেয়ে সবারই প্রথম পছন্দ জিন্স। কিন্তু কখনো খেয়াল করেছেন কি আপনার জিন্সের সামনে দিকে একটি ছোট্ট পকেট রাখা হয় কেন? জিন্সে বড় বড় পকেট থাকা সত্ত্বেও খামোখা এই ধরনের পকেটে রাখার মানে কি! নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার মাথায় এসেছে।

বেশিরভাগ মানুষের মতে, এটি কেবল স্টাইলের জন্য। তবে এই পকেটটি বিভিন্ন কাজে ব্যবহার হয়। এমনকি ওই পকেটের কোনায় বোতাম থাকে তবে এটিও ফ্যাশনের জন্য নয়। এবার জেনে নেওয়া যাক জিন্সের ওই ছোট্ট পকেট ও বোতাম থাকে কেন।  

Image

অনেকে জিন্সের ছোট্ট পকেটে, আইপড, চাবি যে কোনো ছোট জিনিস রাখতে ব্যবহার করে থাকেন কিন্তু এর সঠিক ব্যবহার কিন্তু অন্য। এই পকেটের ইতিহাস অনেক পুরনো এবং বহু বছর ধরে জিন্সের সাথে রয়েছে। তবে এই ছোট্ট পকেটটি কয়েন বা চাবি রাখার জন্য তৈরি করা হয়নি বরং ঘড়ি রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং একে বলা হয় ঘড়ির পকেট।

জানা যায়, ১৮০০ সালের দিকে আমেরিকান কাওবয়রা তাদের জিন্সের সামনে ওই ছোট্ট পকেটটিতে ঘড়ি রাখা শুরু করেছিলেন আর সেই রীতি মেনেই আজও জিন্সে ছোট্ট পকেটটি রাখা হয়। এদিকে পকেটের কোনায় বোতাম রাখা হয় পকেটকে মজবুত করার জন্য। আগে পকেট ফেটে যাওয়ার ভয় ছিল বেশি আর এটা এড়াতেইপকেটের কোনায় বোতাম লাগানো থাকে।