হলিউড, বলিউড ও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘উড’ শব্দটির মিল থাকার কারণ কী

বিনোদন জগতের মধ্যে হলিউড, বলিউড ও টলিউড সবগুলিই সেরা। তবে আপনি হয়তো লক্ষ্য করেছেন এই তিনটি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে শেষ দুটি অক্ষরে ‘উড’ শব্দটি রয়েছে। এই নিয়ে আপনার মনে কখনো না কখনো প্রশ্ন এসে থাকবে। যাইহোক এই প্রতিবেদনের মাধ্যমে বোঝানো হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘উড’ শব্দটির মিল থাকার কারণ কী —

আসলে হলিউড আমেরিকার একটি জায়গার নাম। এর আক্ষরিক অর্থ সুখ। হলিউড যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত। হলিউডের জনক আমেরিকার বিখ্যাত শিল্পপতি এইচ. জে. হুইটলি এই স্থানের নামানুসারে আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরণ করেছিলেন। এরপর এই শব্দটি সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচয় হয়ে ওঠে এবং সারাবিশ্বে এই নামেই পরিচিত লাভ করে।

Image

ভারতীয় শিল্প বলিউডকে শুরু থেকেই বলিউড বলা হতো না। এর আগে এটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নামে পরিচিত ছিল। পরবর্তীকালে হিন্দি ইন্ডাস্ট্রির পরিবর্তে হলিউডের প্রথম অক্ষর সরিয়ে দেশের তৎকালীন রাজধানী বোম্বে নামের প্রথম অক্ষর যুক্ত করে বলিউড ইন্ডাস্ট্রি হয়।

ভারতবর্ষের আঞ্চলিক ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ‘উড’ শব্দটির ব্যবহার হয়। বর্তমানে কলিউড, টলিউড এবং স্যান্ডালউড ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে, সমগ্র বিশ্বের সর্বাধিক সংখ্যক মুভি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হয়।

পাকিস্তানি এবং বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিও ‘উড’ শব্দটির ব্যবহার করে। পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউড এবং কারিউড নামে পরিচিত। ললিউড পাঞ্জাবি ভাষায় এবং কারিউড উর্দু ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়। এদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম ঢালিউড, যা ঢাকা শহরে অবস্থিত।