অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন রোহিত শর্মা, কাকে করলেন অধিনায়ক

সর্বকালের সেরা একাদশ বেছে নেওয়া একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় ওপেনার ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি কেবল ৬ বারের বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন। তবে রোহিতের এই দলে স্টিভ স্মিথ, স্টিভ ওয়া, দুর্দান্ত ফিনিশার মাইকেল বিভানের মতো তারকাকে অন্তর্ভুক্ত না করায় বিষয়টি অবাক করেছে।

Cricket News | Rohit Sharma Special: Five Times Hitman Showcased His Humour and Wit in Press Conference | 🏏 LatestLY

রোহিত শর্মা তার দলের ওপেনার হিসেবে বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাথু হেডেন ও ডেভিড ওয়ার্নারকে উদ্বোধনী জুটি হিসেবে বেছে নিয়েছেন। ওপেনিংয়ে তাদের বেছে নেওয়ার কারণ হিসেবে রোহিত বলেন, ‘ম্যাথু হেডেন টপ অর্ডারের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান হতে পারেন। তাই আমি তাকে এই দলে রেখেছি। এছাড়া হেডেনের মতো ওয়ার্নারও।’

Hayden joins Pakistan's T20 World Cup bid | cricket.com.au

তিন নম্বরে রিকি পন্টিং রয়েছেন, যিনি এই দলের অধিনায়কও। রোহিত বলেছেন, ‘পন্টিং যেভাবে আধিপত্য বিস্তার করেছেন তা সত্যিই আশ্চর্যজনক।’ এরপর মিডল অর্ডারে যথাক্রমে মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, শেন ওয়াটসন ও অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নিয়েছেন। এই দলের উইকেট রক্ষকের দায়িত্বে রয়েছেন গিলক্রিস্ট।

Australia's greatest ODI player: Final | cricket.com.au

রোহিত শর্মার দলে তিনজন ফাস্ট বোলার রয়েছেন, যথাক্রমে ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা ও মিচেল জনসন – যাদের বোলিং আক্রমণে বহুবার প্রতিপক্ষ দল বিধ্বস্ত হয়েছে। এই তালিকায় একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন শেন ওয়ার্ন। যিনি টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

Anantha Narayanan: Who is the greatest ODI bowler of all time?

রোহিত শর্মার সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান একাদশ: ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, শেন ওয়াটসন, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, মিচেল জনসন, শেন ওয়ার্ন।