‘রাইডু নোংরা রাজনীতির শিকার হয়েছেন’ কোহলি ও শাস্ত্রীর পোল খুললেন অনিল কুম্বলে

২০১৯ বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নেন রাইডু

Ambati Rayudu: ২০২৩ আইপিএল ফাইনালের শেষ ম্যাচটা ছিল আম্বাতি রাইডুর ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। গুজরাটের বিপক্ষে শেষ মুহূর্তে তিনি ব্যাট হাতে জ্বলে ওঠেন এই ডান হাতি ব্যাটসম্যান এবং দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তবে ২০১৯ বিশ্বকাপের আগে রাইডু ও ভারতীয় দলের মধ্যে যে বিতর্ক হয়েছিল তা নিয়ে ফের আলোচনা তুঙ্গে ওঠে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও দলের কোচ অনিল কুম্বলের (Anil Kumble) মতে, ২০১৯ বিশ্বকাপে আম্বাতি রাইডুকে নির্বাচন না করাটা সবচেয়ে বড় ভুল ছিল। এক বিশেষ সাক্ষাৎকারে কথোপকথনের সময়, অনিল কুম্বলে তার মতামত প্রকাশ করেছেন। তার এই মন্তব্যের পর থেকেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন কোচ বিরাট কোহলি (Virat Kohli) ও রবি শাস্ত্রী (Ravi Shastri) আলোচনায় এসেছেন।

২০১৯ বিশ্বকাপে ভারতীয় দল বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিল, তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। ২০১৯ বিশ্বকাপের আগে ৪ নম্বরের জন্য ভাবা হয়েছিল আম্বাতি রাইডুকে, কিন্তু এমনটা হয়নি। শেষ পর্যন্ত বিজয় শঙ্করকে (Vijay Shankar) বেছে নেওয়া হয়। এই ঘটনার পর, আম্বাতি রাইডু খুবই ভেঙে পড়েন এবং সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

অনিল কুম্বলে বলেন, “রাইডুকে ৪ নম্বরের জন্য প্রস্তুত করা হয়েছিল তবুও তাকে দলে নির্বাচন করা হয়নি। ভারতীয় দলের চার নম্বর পজিশন নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন নির্বাচকেরা। তবে রাইডুর অভিজ্ঞতা ও তার পারফরমেন্সের কারণে তাকে নির্বাচিত করা নিশ্চিত বলে মনে করা হয়েছিল। কিন্তু এমনটা হয়নি। তার জায়গায় বিজয় শঙ্করকে বেছে নেওয়ার পুরো সিদ্ধান্ত ছিল কোচ ও অধিনায়কের।”

তবে ২০১৯ বিশ্বকাপে রাইডুর জায়গায় বিজয় শঙ্করকে খেলানো সবথেকে বড় ভুল প্রমাণিত হয়েছিল। মাঝপথেই চোট পেয়ে ফিরে যান তিনি। এদিকে তার আগে থ্রিডি প্লেয়ার (3D player) বলা হয়েছিল। এ নিয়ে রাইডু ব্যঙ্গও করেন, ফলে ভারতীয় দলে আর কখনো ফেরা হয়নি তার। সম্প্রতি আইপিএলে সিএসকে-এর হয়ে তিনি শিরোপা জিতেছেন এবং রোহিত শর্মার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬ বার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন।