GK কুইজ : কোন দেশের মানুষ ভারতে আসতে পারেনা? এর উত্তর কিন্তু পাকিস্তান নয়

ভারতে যেতে পারেনা কোন দেশের মানুষ?

General Knowledge Quiz: ভারতবর্ষে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এর জন্য ছাত্রছাত্রীরা সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে। সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার পর উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এই সময় বেশিরভাগ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো…

১) প্রশ্নঃ কোন তারিখে ভারত বিভাজন ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৪৭ সালের ৩রা জুন।

২) প্রশ্নঃ কোন গ্যাস বেশিরভাগই গোবরে পাওয়া যায়?
উত্তরঃ মিথেন।

৩) প্রশ্নঃ শাশুড়ি-বৌমা (সাস বাহু) মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থানের উদয়পুরে।

৪) প্রশ্নঃ কে প্রথমবারের মতো বলেছিলেন যে পৃথিবী গোলাকার?
উত্তরঃ অ্যারিস্টটল (Aristotle)।

৫) প্রশ্নঃ ভারতের বৃহত্তম ব্যাঙ্ক কোনটি?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৬) প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম রেলওয়ে স্টেশন কোনটি? 
উত্তরঃ ইংল্যান্ডের লিভারপুল (Liverpool)।

Image

৭) প্রশ্নঃ কোন ধাতুকে আপনি সহজেই ছুরি দিয়ে কাটতে পারবেন?
উত্তরঃ সোডিয়াম কে।

৮) প্রশ্নঃ শিক্ষার ক্ষেত্রে ভারতের এগিয়ে থাকা রাজ্যটির নাম কি?
উত্তরঃ কেরালা (Kerala)।

৯) প্রশ্নঃ ভারতের সংবিধানে মোট কতগুলি ভাষা রয়েছে?
উত্তরঃ ২২টি।

১০) প্রশ্নঃ ভারতীয় পুলিশের সর্বোচ্চ পদ কোনটি?
উত্তরঃ DGP (ডিরেক্টর জেনারেল অফ পুলিশ)।

১১) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি?
উত্তরঃ পিঁপড়ে।

১২) প্রশ্নঃ কোন গাছ কাটলে রক্তের মতো তরল পদার্থ বেরিয়ে আসে?
উত্তরঃ ব্লাড উড ট্রি (Blood Wood Tree)।

Image

১৩) প্রশ্নঃ পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কবে হয়?
উত্তরঃ ৩রা জানুয়ারি।

১৪) প্রশ্নঃ ভারতের প্রথম তেলের কূপ খনন কোথায় করা হয়েছিল?
উত্তরঃ ডিগবয় (Digboy) আসামের তেল শহর হিসাবে পরিচিত যেখানে ভারত তথা এশিয়ার প্রথম তেল কূপটি খনন করা হয়েছিল।

১৫) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে আসতে পারেনা?
উত্তরঃ উত্তর কোরিয়া (North Korea)। শুধু ভারত নয়, বিশ্বের কোন দেশেই উত্তর কোরিয়ার মানুষের যেতে দেওয়া হয় না। সেখানে রাজতন্ত্র চলে। দেশটি একদলীয় সর্বগ্রাসী একনায়কত্ব হিসাবে কাজ করে।