বেঁচে থাকা লড়াই: এখানকার মানুষেরা কাদার তৈরি রুটি খান

পৃথিবীটা সত্যিই কত বিচিত্র! যেখানে একদিকে মানুষ কোটি কোটি টাকা খরচ করেও সব টাকা খরচ করতে পারে না, অন্যদিকে পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যারা প্রতিদিনই ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। দুবেলা খাবারও খান না এসব মানুষ। এমন পরিস্থিতিতে এমন করুন অবস্থা সৃষ্টি হয়েছে যে এখানকার মানুষেরা মাটির তৈরি রুটি খেতে বাধ্য হচ্ছেন।

Image

এই প্রতিবেদনে, ক্যারিবিয়ান দ্বীপের একটি অনুন্নত ও গরিব দেশ হাইতির কথা বলা হয়েছে। এখানকার আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে তাই অবস্থা এতটাই শোচনীয় যে মানুষ কিছু খেতে পাচ্ছে না। তারা মাটি ভিজিয়ে তাতে লবণ মিশিয়ে রুটি তৈরি করে বাচ্চাদের নিয়ে খাচ্ছে। এর ফলে কখনো কখনো তারা অসুস্থ হয়ে পড়ছে আবার কেউ কেউ মারাও যাচ্ছে।

Image

এদেশের বেদনাদায়ক কাহিনী শুনে চোখে জল চলে আসবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যা প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও তার টুইটার একাউন্টে শেয়ার করেছেন। এই ভিডিও দেখে নেটিজেনদের মন কেঁদেছে।

ভিডিওটি শেহবাগ শেয়ার করে আবেগঘন ভাষায় লিখেছেন, “দারিদ্র! হাইতিতে মাটিতে লবণ মিশিয়ে রোটি তৈরি করা হয়, যা সেখানকার মানুষ খায়। অনুগ্রহ করে… দয়া করে খাবার নষ্ট করবেন না। আমরা যা উপলব্ধি করছি না তা কারও জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার অবশিষ্ট খাবার গরিবদের দান করুন বা রোটি ব্যাঙ্কে পাঠান, যাতে অভাবীদের কাছে পৌঁছে যায়।”

Image

আপনি ভিডিওতে দেখতে পাবেন যে সেখানকার মানুষেরা মাটিতে লবণ ও জল মিশিয়ে রুটির বল তৈরি করছে এবং তারা এই কাদার রুটিকে আকার দিয়ে শুকানোর জন্য রাখছে। এরপর এখানকার মানুষ ও শিশুরা সেই রুটি খাচ্ছে।

https://twitter.com/virendersehwag/status/1009281122696654849?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1009281122696654849%7Ctwgr%5Ee18ba01cab00b72205b75f5e6dd35cc4c28b2e91%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Fphoto-gallery%2Fbizarre-news%2Fweird-stories%2Fvideo-viral-of-haiti-citizen-have-to-eat-roti-of-mud