ভারতীয় রেল: এই রেলস্টেশনে মানুষ টিকিট কিনলেও যাতায়াত করে না, কেন জানেন

Indian Railways: এই প্রতিবেদনে এমনই একটি রেল স্টেশনের সম্পর্কে বলা হয়েছে, যেখানে মানুষ টিকিট কাটেন কিন্তু যাতায়াত করেন না। প্রথমেই জানিয়ে রাখি, ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল ট্রেন। সম্ভবত এই কারণে ট্রেনকে দেশের ‘লাইফলাইন’ও (lifeline) বলা হয়।

Image

তবে উত্তরপ্রদেশের রাজ্যে এমন একটি রেলস্টেশন রয়েছে? যেখানে মানুষ টিকিট কিনলেও যাতায়াত করেন না। এর কারণটা শুনে আপনিও অবাক হবেন। এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে অবস্থিত দয়ালপুর (Dayalpur) রেলস্টেশন। যেখানে স্থানীয় লোকেরা টিকিট কেনা সত্ত্বেও ট্রেনে ভ্রমণ করেন না। এর পিছনের গল্পটা বেশ মজার।

Image

তথ্য অনুসারে, ১৯৫৪ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু দয়ালপুরে একটি রেলস্টেশন নির্মাণের দাবিতে তৎকালীন লাল বাহাদুর শাস্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলেন। এরপর প্রায় ৫০ বছর ধরে সব কিছুই ঠিকঠাক চলছিল। এমনকি গ্রামবাসীদের জন্য যাতায়াত করা আরো সহজ হয়ে উঠেছিল।

কিন্তু এই রেলস্টেশনটি ২০০৬ সালে হঠাৎ বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে বলা হয়েছিল, এই রেলস্টেশন থেকে টিকিট খুবই কম বিক্রি হয়, যার জেরে এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। এরপর এখানকার স্থানীয়দের ব্যাপক সমস্যায় পড়তে হয়। এভাবে টানা ১৫ বছর রেলস্টেশনটি পরিত্যাক্ত অবস্থায় থাকে।

Image

তবে ২০২০ সালে স্থানীয় সংসদ বিধায়ক ও জনগণের প্রচেষ্টায় এই রেল স্টেশনটি আবারও চালু করা হয়। এখন স্টেশনটি আর বন্ধ নেই, তবে কিছু স্থানীয় লোক তাদের সামর্থ্য অনুযায়ী টিকিট কিনে রাখলেও তারা টেনে যাতায়াত করেন না। তারা শুধু তাদের এলাকায় রেলস্টেশন বন্ধ হওয়া থেকে বাঁচাতেই এমনটা করে থাকে।