কেবল জিনিয়াসরাই বলতে পারবেন এই ছবিতে থাকা বালকটির নাম কী হবে?

Brain Teaser: সোশ্যাল মিডিয়ায় একঘেয়েমি দূর করার জন্য কখনো কখনো মানুষেরা ধাঁধার ছবিগুলি সমাধান করার চেষ্টা করেন। এমনকি শিশুদের বিকাশের জন্যও বিভিন্ন ধরনের ধাঁধার সমাধান করতে বলা হয়। এর মাধ্যমে অনেকেই আইকিউ লেভেল বোঝার চেষ্টা করেন। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে আপনাকে বলতে হবে বালকটির নাম কী?

ছবিতে দেখা যাচ্ছে একটি বালকের পাশে কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে। বালকটির পাশে সোনার মুকুট ও পদ্মফুলের সাংকেতিক চিহ্ন রয়েছে। এবার চটপট করে বলে ফেলুন তো, বালকটির নাম কী হতে পারে? অনেক বুদ্ধিজীবীরাও ছবিটির উত্তর গিয়ে চুল ছিঁড়েছেন। আসলে এই ধরনের ছবিগুলো দেখতে সাধারণ মনে হলেও সমাধান করা বেশ কঠিন।

বলা হয়েছে, কেবল জিনিয়াসরাই বালকটির নাম বলতে সক্ষম হবেন। এদিকে যারা দীর্ঘক্ষন চেষ্টা করার পরেও বুঝতে পারেনি, তারা হাল ছেড়ে দিয়েছেন। তবে কেউ কেউ সহজেই ধাঁধার সমাধান করতে পেরেছেন, তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয় এবং তারা সত্যিই জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি বালকটির নাম বলা কঠিন হয়, তাহলে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। বালকটির পাশেই রয়েছে সোনা এবং পদ্ম ফুল। এখানে সোনাকে ‘স্বর্ণ’ আর পদ্মের অপর নাম ‘কমল’। সুতরাং দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় স্বর্ণ+কমল = স্বর্ণকমল। অর্থাৎ বালকটির নাম ‘স্বর্ণকমল’।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলির বিকাশ ঘটে এবং যেকোনো সিদ্ধান্তকে সহজে নিতে পারেন। তবে ধাঁধার সমাধান করতে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয়না, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবি রহস্য বেরিয়ে আসে। এছাড়া এই জাতীয় ধাঁধাগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।