চোখের ধাঁধা: চোখের সামনেই রয়েছে একটি খবরের কাগজ, কেবল ৫% মানুষই খুঁজে পাবেন!

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই হলো চোখের প্রতারণা, তবে এর মাধ্যমে অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দেন। আপনিও যদি নিজেকে বুদ্ধিমান এবং চাক্ষুষ দৃষ্টিশক্তি প্রমাণ করতে চান তাহলে এই চ্যালেঞ্জটি আপনার জন্যও। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে এমন একটি ছবি যেখানে লুকিয়ে রয়েছে একটি খবরের কাগজ, যা আপনাকে খুঁজে বের করতে হবে।

উপরে শেয়ার করা ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পার্কের মধ্যে বেশ কয়েকজন মানুষ রয়েছেন। সেখানে বসার জন্য কাঠের তৈরি চেয়ার এবং অনেক গাছপালাও রয়েছে। পাশেই রয়েছে একটি কফি শপ। তবে এরই মধ্যে কোথাও একটি খবরের কাগজ রয়েছে, যাকে সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

Image

দাবি করা হয়েছে, কেবল পাঁচ শতাংশ মানুষই ছবিতে লুকিয়ে থাকা খবরের কাগজটি খুঁজে পেতে সক্ষম হবেন। অনেকেই ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে ব্যর্থ হয়েছেন এবং তারা বলেছেন এর মধ্যে তেমন কিছু খুঁজে পাননি। অপরদিকে যারা খবরের কাগজটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

আপনার ক্ষেত্রেও যদি লুকিয়ে থাকা খবরের কাগজটি শনাক্ত করা কঠিন বলে মনে হয় তাহলে আমরা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। চকলেট রঙের যে মেয়েটি বসে রয়েছে তার বাঁ পাশেই রয়েছে খবরের কাগজটি। তবে আপনাদের সুবিধার্থে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হলো।

Image

আপনি যদি নিয়মিত ধাঁধার সমাধানের চেষ্টা করেন তাহলে একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন এবং এর ফলে যেকোন সিদ্ধান্তকে সহজে নিতে পারবেন। এর মাধ্যমে আইকিউ লেভেল বোঝার একটি ভালো পরীক্ষা করা যায়। এর পাশাপাশি এ জাতীয় ধাঁধাঁগুলির সমাধান করা একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।