মস্তিষ্কের ধাঁধা: কেবল ৫% মানুষই লুকিয়ে থাকা প্রজাপতিকে খুঁজে পেতে সক্ষম!

দেখুন ছবিটিকে দারুন লাগছে! এটি একটি ভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন, কারণ গাছের ডালে তোতা পাখি বসে আছে এবং একটি লুকানো প্রজাপতিকে খুঁজে বের করতে হবে। প্রজাপতিটি সহজে দেখা যাচ্ছে না। অপটিক্যাল ইলিউশনের সৌন্দর্য হলো যে এই ধরনের ছবিগুলি আমাদের চোখ ও মনকে ছলনা করে। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে।

এই ছবিটা খুবই সুন্দর কারণ প্রজাপতি দেখলে সবার মন খুশি হয়ে ওঠে। এছাড়া গাছের ডালে অনেকগুলো তোতাপাকে বসে আছে আর সবগুলোকে খুব রঙিন দেখাচ্ছে। তাদের মাঝে লুকিয়ে আছে একটি প্রজাপতি। ছবিতে এই প্রজাপতিটি খুজুন এবং বলুন কোথায় রয়েছে।

Image

এই ছবির মজার ব্যাপার হলো এই প্রজাপতিটিকে একেবারেই দেখা যাচ্ছে না। তোতা পাখি ছাড়াও এই গাছে অনেক পাতাও দেখা যাচ্ছে, তবে পাতার চেয়েও তোতাপাখি দেখতে বেশি দৃষ্টিনন্দন। কিন্তু এত কিছুর মাঝেও এই প্রজাপতিটি দেখা যাচ্ছে না। তবে আপনি খুঁজে পেলে মানতেই হবে আপনার চোখ সত্যিই তীক্ষ্ণ।

Image

যাইহোক আপনি কি প্রজাপতিটি খুঁজে পেয়েছেন? এর উত্তর যদি ‘না’ হয়, তাহলে ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি তোতাপাখির মাঝে বসে আছে প্রজাপতি। ছবির বাম পাশে একটি প্রজাপতিকে দেখা যাচ্ছে তোতাপাখি ঠোঁটের সামনে। প্রজাপতিটিকে ছবির সাথে এমন ভাবে সেট করা হয়েছে যাতে দেখা না গেলেও, পর্যবেক্ষণ করে জানা যায় প্রজাপতিটি কোথায়।

বিশেষজ্ঞদের মতে, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। নিয়মিত মস্তিষ্কের ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি ভালো পর্যবেক্ষক ও জিনিয়াস হয়ে উঠতে পারেন। এছাড়া এগুলি একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।

Image