কুসংস্কার নয়, তবে এই ৫ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে একটিও ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল

সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতানো একজন ব্যাটসম্যানের কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক। ভারতীয় ক্রিকেটের কথা বললে এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন যারা সেঞ্চুরি হাঁকিয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। তবে ব্যতিক্রমভাবে এমন ৫ ব্যাটসম্যান ছিলেন, যাদের সেঞ্চুরিতে একটিও জয় আসেনি। আসলে এটা কোনও কুসংস্কার নয়, তাদের ওয়ানডে ক্যারিয়ারে কেবলমাত্র একটিই সেঞ্চুরি ছিল আর দুর্ভাগ্যবশত সেই ম্যাচগুলিতে নিরাশ হতে হয়েছে ভারতীয় দলকে।

১) রবিন সিং: ১০০ রান 

Image

ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান রবিন সিং ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলেছিলেন। তার সেঞ্চুরির দৌলতে ভারতীয় দল ২৯১ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা দল ১৯ ওভারে ১৩২ রান করে। এরপর ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হলে, খেলাটি ভেস্তে যায়। এটিই ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। রবিন সিং ভারতের হয়ে ১৩৬ ম্যাচে ২৫.৯৫ গড়ে ২৩৩৬ রান করেছেন।

২) দিলীপ বেঙ্গসরকার: ১০৫ রান

The Rise of the Colonel - How the Summer of 1986 Elevated Dilip Vengsarkar

১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকার ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। তার সেঞ্চুরি দৌলতে ইংল্যান্ডের সামনে ২১৫ রানের টার্গেট রাখে ভারতীয় দল। কিন্তু ম্যাচটি ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। বেঙ্গসরকারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটিও ব্যর্থ হয়। তিনি ভারতের হয়ে ১২৯ ম্যাচে ৩৪.৭৩ গড়ে ৩৫০৮ রান করেছেন।

৩) সঞ্জয় মঞ্জরেকার: ১০৫ রান

Sanjay Manjrekar on his father Vijay: A disturbed, frustrated and angry man

১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকার ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। রবি শাস্ত্রী ও তার জোড়া সেঞ্চুরিতে ভারতীয় দল ২৮৭ রান খাড়া করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। সঞ্জয়ের ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটিও কোনো কাজে আসেনি। তিনি ভারতের হয়ে ৭৪ ম্যাচে ৩৩.২৩ গড়ে ১৯৯৪ রান করেছেন।

৪) রমন লাম্বা: ১০২ রান

Raman Lamba: Looked young, dressed young, played young and died young — CricketMash

১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ওপেনার রমন লাম্বা ১০২ রানের ইনিংস খেলেছিলেন। তার ব্যাটিংয়ের দৌলতে ভারতীয় দল ২৬০ রান তুলতে সক্ষম হয়। জবাবে অজিরা ৩ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এটিই ছিল রমন লাম্বার একমাত্র ওয়ানডে সেঞ্চুরি, যা ব্যর্থ হয়। তিনি ভারতের হয়ে ৩২ ম্যাচে ২৭.০০ গড়ে ৭৮৩ রান করেছেন। দুর্ভাগ্যবশত তিনি মাত্র ৩৮ বছর বয়সেই মারা যান।

৫) শ্রেয়াস আইয়ার: ১০৭ রান 

India vs Australia 2020-21 | Shreyas Iyer Could be Called in as Injured Rohit Sharmas Replacement in Tests: Report

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১০৩ রানের দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, তারও এই ইনিংসটি ব্যর্থ হয়। ভারতীয় দল ৩৪৭ রানের স্কোরবোর্ড খাড়া করলেও নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে পরাজিত হয়। শ্রেয়াস আইয়ার এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ২২ ম্যাচে ৪২.৭৮ গড়ে ৮১৩ রান করেছেন। যদিও আগামী দিনে আইয়ারের এই পরিসংখ্যানটি বদলে যাবে।