কোন ভারতীয় ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি রয়েছে কিন্তু একটিও সেঞ্চুরি নেই

ওয়ানডেতে সেঞ্চুরি বলতে কেবল একটিই ডাবল সেঞ্চুরি রয়েছে এই ভারতীয় ব্যাটসম্যানের

Indian Batsmen : ভারতীয় ব্যাটসম্যানেরা ক্রিকেট বিশ্বে উৎকৃষ্ট মানের খেলোয়াড়। শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে শুরু করে বর্তমানে বিরাট কোহলির (Virat Kohli) মতো খেলোয়াড়রা ভারতীয় ক্রিকেটের সম্পদ। এর পাশাপাশি আরো অনেকেই ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।

তবে এই প্রতিবেদনে এমনই এক খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি রয়েছে কিন্তু একটিও সেঞ্চুরি নেই। বিগত দুই দশক আগেও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার যে কোন ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মত ছিল। একটু বর্তমানে খেলোয়াড়রা আগে তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন।

আপনি নিশ্চয়ই জানেন এই ফরম্যাটে রোহিত শর্মার তিন তিনবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে এখানে যে খেলোয়াড়ের কথা বলেছে তিনি আর কেউ নন, উইকেট-রক্ষক ও ব্যাটসম্যান ইশান কিশান (Ishan Kishan)।

Image

তার ওয়ানডে ক্রিকেটে এখনো পর্যন্ত একটিই সেঞ্চুরি রয়েছে আর সেটা হল ডাবল সেঞ্চুরি। যদিও পরিসংখ্যানের খাতায়, একটি ডাবল সেঞ্চুরিকে সেঞ্চুরি হিসেবেই ধরা হয়। এই স্মরণীয় ইনিংসটি তিনি বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন।

২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ওয়ানডে ম্যাচে ভারতীয় ওপেনার ইশান কিশান ১৩১ বলে ২০৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৪টি চার ও ১০টি ছক্কা।

এই ইনিংসের সুবাদে ভারতীয় দলের স্কোর দিয়ে দাঁড়ায় ৪০৯ রান। এর পাশাপাশি বিরাট কোহলিও (১১৩) সেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচে ভারতীয় দল ২২৭ রানের বড় ব্যবধানে জয় পায়। ভারতের দলের এই বাঁ হাতি ব্যাটসম্যানকে ভবিষ্যতের খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে।

রোহিত শর্মার পর তিনিই ওপেনিং এর দায়িত্ব নিতে পারেন। বর্তমানে ইশান কিশান ভারতীয় দলের সাথে ২০২৩ এশিয়া কাপ (Asia Cup) খেলতে ব্যস্ত। এখনো পর্যন্ত তিনি ১৮টি ওডিআই ম্যাচে ৪৬.৪০ গড়ে ৬৯৬ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ২০৯ রান। একটি ডাবল সেঞ্চুরি ছাড়াও ছটি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামে।